Amartya Sen: ১৫ দিনের মধ্যে জায়গা ছাড়ো, নইলে… অমর্ত্য সেনকে কড়া উচ্ছেদ নোটিস বিশ্বভারতীর!



অমর্ত্য সেন স্পষ্টভাবে জানান, ‘শান্তিনিকেতনের ‘প্রতীচী’ বাড়ী যা ১৯৪৩ সাল থেকে আমার পরিবারে দখলে এবং আমি নিয়মিত ব্যবহার করে আসছি। পারিবারিক ভিটে জমির ধারক আমি এবং এটি হস্তান্তর করা হয়েছিল। আমার বাবা আশুতোষ সেন এবং মা অমৃতা সেন এর মৃত্যুর পরও দীর্ঘ ৮০ বছর জমির ব্যবহার একই রয়ে গেছে। জমি ইজারার মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত কেউ এই জমির অধিকার দাবি করতে পারে না। প্রশাসনকে তার নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *