Anganwadi Centre : টোটোয় করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরি! সহায়িকাকে হাতেনাতে পাকড়াও গ্রামবাসীদের – cooch behar villagers caught anganwadi centre assistant alleging of rice stealing


Cooch Behar News : চুপিসারে পাচার হয়ে যাচ্ছিল অঙ্গনওয়াড়ি সেন্টারের চাল। রুখে দিলেন গ্রামবাসীরা। ঘটনা কোচবিহার জেলার তুফানগঞ্জে। অঙ্গনওয়াড়ি সেন্টারের সহায়িকাকে হাতেনাতে ধরে তালা বন্ধ করে রাখেন গ্রামবাসীরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার জেরে শোরগোল এলাকায়।

Tufanganj Municipality : পুরসভার জৈব সারের কারখানায় ছড়াচ্ছে দুর্গন্ধ, তুফানগঞ্জে পথ অবরোধ অতিষ্ট এলাকাবাসীর
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর বালাভুত গুয়ার ভিটা এলাকার ২০৭ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে। স্থানীয়রা অভিযোগ করেন, বালাভুত গ্রাম পঞ্চায়েতের সহায়িকা বৃহস্পতিবার সকালে সেন্টার খুলে এক বস্তা চাল টোটোতে করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় স্থানীয়রা টোটো সমেত চালের বস্তা আটক করেন এবং সহায়িকাকে ঘরের ভিতরে আটকে রেখে তালা মেরে দেন।

Midday Meal Scheme : ডিম সেদ্ধর জল খিচুড়িতে দেওয়ার অভিযোগ! বিক্ষোভ গোঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
তবে সহায়িকা অবশ্য দাবি করেন, চালের বস্তা নিকটবর্তী রাজারকুটি সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে যোগান দেওয়ার জন্য। পরবর্তীতে এই সেন্টারের চাল আবার ফিরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে নাকি অনেকদিন আগে দুই সেন্টারের অঙ্গনওয়াড়ি দায়িত্বপ্রাপ্ত দিদিমণির সঙ্গে কথা হয়েছে বলে দাবি করেন সহায়িকা।

Mid Day Meal: খিচুড়িতে মিলল শুঁয়োপোকা, চরম উত্তেজনা পাঁশকুড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
পালটা স্থানীয়দের অভিযোগ, এদিন এক সেন্টারের চাল অন্য সেন্টারে নিয়ে যাওয়ার সময় কোনও লিখিত কাগজ দেখানো হয়নি। তাঁরা জানান, দিদিমণির নির্দেশ না থাকলে ওই চাল কী ভাবে অন্য সেন্টারে যায়। সেই কারণেই তাঁরা ওই চাল সরবরাহ আটকে দিয়েছে। লিখিত প্রমাণ ছাড়া চাল নিয়ে যেতে আপত্তি প্রকাশ করেন স্থানীয়রা।

Birbhum News : তীব্র দাবদাহে জলের আকাল বীরভূমে! প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা
তবে অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি রিজিয়া খাতুন বলছেন, অনেক দিন আগে কথা হয়েছে। আজকে কোনও কথা হয়নি। স্থানীয়দের অভিযোগ, এর আগেও গত প্রায় ১০ থেকে ১২ দিন আগে ৩ বস্তা চাল সমেত ধরা পড়ে ভুল স্বীকার করা হয়। এর আগেও দোকানে বিক্রির সময় ধরা পড়লে সতর্ক করা হয় সহায়িকাকে।

Uttar 24 Pargana : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তৃণমূলের পার্টি অফিস নির্মাণ! তুমুল বিক্ষোভ দত্তপুকুরে
আজ টোটোতে করে চাল নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা আটক করেন। অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত মহিলার নামে বিস্তর অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তুফানগঞ্জ -১ ব্লক আইসিডিএস দফতর।

তবে গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইসিডিএস দফতরের সঙ্গেও কথা বলা হবে বলে জানানো হয় পুলিশের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *