এদিন পানীয় জলের দাবিতে পুরসভার মূল গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কর্মী, সমর্থকরা। বিজেপির অভিযোগ, রামপুরহাট পুরসভার ১৮ টি ওয়ার্ডেই রয়েছে পানীয় জলের তীব্র সংকট। গরমের মধ্যেই চুড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে পুরসভার বাসিন্দাদের। অথচ, পুরসভার তরফে এ ব্যাপারে কোনও হেলদোল নেই বলে দাবি তাঁদের।
বিজেপির তরফে অভিযোগ, পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ ওয়ার্ডে পানীয় জল পৌঁছয় না। ফলে তীব্র জলকষ্টে ভুগছেন এলাকার বাসিন্দারা। একাধিক জায়গায় পরিমিত জল সরবরাহ করা হচ্ছে না। সেই কারণেই নাগরিকদের কথা ভেবে আজ পুরসভা অভিযান করা হয় বলে জানান তাঁরা।
এর পাশাপাশি, পানীয় জল ছাড়াও রামপুরহাট শহরে অত্যধিক টোটো রিক্সার দাপটে যানজটের সৃষ্টি হচ্ছে। চলাচল করতে নাজেহাল হতে হচ্ছে পথচারীদের। সেই কারণেই পুরসভায় প্রতিবাদ দেখানো হয়। এদিন বিক্ষোভের পরে পুরসভার প্রধানের কাছে একটি স্মারকলিপি জমা দেয় বিজেপি। যত শীঘ্রই সম্ভব পানীয় জলের সমস্যা দূর করা হোক, বলে দাবি করা হয় বিজেপির তরফে। পুরসভা কোনও উদ্যোগ না নিলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বিজেপির তরফে।
পানীয় জলের সমস্যা নিয়ে এর আগেও বীরভূম জেলার একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হয়। গত জানুয়ারি মাসে খয়রাশোল ব্লকে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। গ্রামবাসীরা একাধিক সমস্যার কথা জানান মন্ত্রীকে। আর তা শুনেই সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
খয়রাশোলের কৈথি থেকে মাড়গ্রামের পাতনা গ্রামের মাঝে দিদির দূত কর্মসূচিতে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন সাংসদ শতাব্দী রায়ও। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ শুনে সাংসদ শতাব্দী রায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে কয়েকটি এলাকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

 
                     
                     Howrah News : পানীয় জলের সংকট মেটাতে কন্ট্রোল রুম খুলল হাওড়া পুরসভা, জেনে নিন নম্বর
Howrah News : পানীয় জলের সংকট মেটাতে কন্ট্রোল রুম খুলল হাওড়া পুরসভা, জেনে নিন নম্বর