Congress Joining : রাজনৈতিক উলটপুরাণ! এগরায় TMC-BJP ছেড়ে কংগ্রেসে যোগ শতাধিক কর্মীর – more than hundred people join congress from tmc and bjp at egra area


West Bengal News : রাজ্যের মানুষ সাধারণত বিরোধী রাজনৈতিক দল থেকে শাসকদল তৃণমূলে যোগদান দেখতে অভ্যস্ত। প্রধান বিরোধী দল BJP-তে যোগদানও অল্প কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। যেটাকে রাজনৈতিক মহল ব্যতিক্রম হিসেবেই ধরে। কিন্তু যদি শাসকদল ও প্রধান বিরোধী দল থেকে রাজ্য রাজনীতিতে ২০২১ সাল থেকে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া কংগ্রেসে যোগদান হয়! তাহলে সেটিকে কি ব্যতিক্রমেরও ব্যতিক্রম হিসেবে ধরা হবে?

Uttar Dinajpur : ‘মারের বদলা মার…’, ইটাহারে তৃণমূলকে হুঙ্কার কংগ্রেস জেলা সভাপতির
এর উত্তর সম্ভবত কংগ্রেসের কর্মীদের কাছেও নেই। কিন্তু এমনই এক দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এবার রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধী রাজনৈতিক দল BJP ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন শতাধিক মানুষ।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের দেবিদাসপুর গ্রামে তৃণমূলের বুথ সম্পাদক প্রবীর বাঙাল সহ শতাধিক মানুষ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সঙ্গে ছিলেন কিছু BJP কর্মীও।

Aparupa Poddar : ‘কান ধরে উঠবস করিয়ে দলে নেবেন…’, শুভেন্দুকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদের
বুধবার রাতে দেবিদাসপুরে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র। তিনি বলেন, “অন্য দল থেকে শতাধিক কর্মী স্বেচ্ছায় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে শয়ে শয়ে মানুষ তৃণমূল ও BJP ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করবে।”

কিন্তু খোদ কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ওএগরার বিধায়কের গড়ে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদানখুবই তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহল মহলের ধারণা। এদিনের সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধন কান্তি উত্থাসনি, এগরা ২ ব্লক জাতীয় কংগ্রেসের সহ সভাপতি অলোক দাস, এগরা ১ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দে প্ৰমুখ।

Dakshin Dinajpur : পালটা যোগদান কর্মসূচি শাসকদলের! BJP- কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিকের
এই বিষয়ে সহ সভাপতি অলোক দাস বলেন, “রাজ্য রাজনীতিতে যে কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে যায়নি তা গত মার্চ মাসে দেখা গিয়েছেসাগরদিঘি উপনির্বাচনে। তৃণমূলকে ধাক্কাটা আমরাই দিয়েছি। মানুষ এবার তা ধীরে ধীরে বুঝতে পারছেন। বিকল্প যে কংগ্রেস, সেটা মানুষ বুঝছেন। তাই দলে দলে আমাদের ছাতার তলায় আসছেন সাধারণ মানুষ। একটা সময় মানুষ BJP-কে বিশ্বাস করছিলেন, কিন্তু সেটা যে ভুল ধারনা ছিল, তা সবাই বুঝেছেন। BJP-ও ধীরে ধীরে রাজ্য থেকে মুছে যাচ্ছে। আর তৃণমূলের দুর্নীতি নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। নিজেদের কবর ওরা নিজেরাই খুঁড়ছে। আসন্ন পঞ্চায়েত ভোটে ব্যাপকহারে তৃণমূলের ভোট কমবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *