Durgapur News : কারখানার বিষাক্ত ধোঁয়ায় ছড়াচ্ছে দূষণ, অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ পাণ্ডবেশ্বরে – durgapur villagers protested raising issue of pollution is spreading due to the toxic fumes of the factory


West Bengal News : জনবসতি থেকে অনতিদূরে কারখানার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকা। দূষণের জেরে অসুস্থ হয়ে পড়ছে গ্রামের শিশুরা। এমনই অভিযোগ তুলে পাণ্ডবেশ্বরের দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁজরা গ্রামের বাসিন্দারা এলাকার একটি বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ।

Durgapur Steel Plant Hospital : সাফাই কর্মীকে মারধরের অভিযোগে কর্মবিরতি দুর্গাপুর হাসপাতালে, ব্যাহত চিকিৎসা পরিষেবা
স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা গ্রামের জনসংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। ঝাঁঝরা গ্রামের বাসিন্দা তাপস চক্রবর্তী জানান, ‘২০০১ সালে গ্রামের অদূরে এই কারখানাটি তৈরি হওয়ার সময় কারখানা কর্তৃপক্ষ গ্রামের উন্নয়নের বিষয়টি দেখবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এতগুলো বছরেও কারখানা কর্তৃপক্ষ উদাসীন।’ কারখানার সিএসআর তহবিলে কোনও উন্নয়ন হয়নি এলাকায় বলে অভিযোগ।

Durgapur News : সুকান্তর মিছিলে মহিলা নেত্রীকে খুনের চেষ্টা! BJP-র গোষ্ঠীদ্বন্দ্বে চাঞ্চল্য দুর্গাপুরে
বিক্ষোভকারী অভয়া পাহান নামে গ্রামের এক মহিলা জানান, বাড়ির দরজা বন্ধ করে রাতে ঘুমোলেও সকালে দেখা যায় ঘরের মধ্যে কারখানার কালো ধোঁয়া এবং কালো ধূলোর আস্তরণ। কারখানা কর্তৃপক্ষের এই অমানবিকতার কারণে এলাকায় বাড়ছে দূষণ। যার ফলে এলাকার শিশুদের মধ্যে দেখা দিচ্ছে নানা ধরনের রোগ। সর্দি, কাশি, হাঁপানির মতো রোগ জন্মাচ্ছে শিশুদের শরীরে। এমনটাই অভিযোগ ঝাঁঝরা গ্রামের বাসিন্দাদের।

Durgapur News : ম্যানহোলে ঢুকে গিয়েছিল সজারু, পশুপ্রেমী মহিলার তৎপরতায় বাঁচল প্রাণ
পাশাপাশি, কারখানা কর্তৃপক্ষ এলাকায় সাবমারসিবল পাম্প লাগিয়ে জল নিয়ে নেওয়ার কারণে এলাকায় জলসংকট দেখা দিয়েছে। একদিকে তীব্র গরম অন্যদিকে জল সংকট ও দূষণে জেরবার লাউদোহার ঝাঁঝরা গ্রামের বাসিন্দারা। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকেই ঝাঁঝরা গ্রামের পুরুষ ও মহিলাদের একাংশ কারখানা গেটের সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হন।

Durgapur News : ওষুধের দাম আকাশছোঁয়া কেন? চিঠিতে প্রশ্ন কেন্দ্রকে
কারখানার দূষণের কারণে গ্রামের লোকের সমস্যার কথার বিষয়ে সংশ্লিষ্ট কারখানার জেনারেল ম্যানেজার সুদীপ মজুমদারকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দূষণ নিয়ন্ত্রণের জন্য যে মেশিন ব্যবহার করা হয়, কয়েকদিন ধরে সেটা খারাপ রয়েছে আর যার ফলেই একটু সমস্যা হয়েছে। যেহেতু এই মেশিনটি বিদেশ থেকে আনা হয়, তাই এই কয়েকদিনের জন্য এই সমস্যা হচ্ছে। খুব শীঘ্রই মেশিন চলে আসবে। এলাকার মানুষের সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।

Durgapur News: উত্তাল দুর্গাপুর, উচ্ছেদ ঘিরে বাড়ছে ক্ষোভ

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তোলেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ এবং গ্রামবাসীদের নিয়ে একটা ত্রিপাক্ষিক আলোচনা করবে প্রশাসন। সেই বৈঠক থেকেই সমস্যার সমাধান হবে এমনটাই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *