Durgapur News : পাইপ লাইনের কাজে নিয়োজিত কোম্পানির কর্মীদের সঙ্গে বচসা! গলসিতে বিক্ষোভে গ্রামবাসী – villagers involved argument with the workers of the company engaged in the work of the pipe line in galsi


West Bengal News : ফের ক্ষতিগ্রস্ত হলদিয়া থেকে পানাগড় পর্যন্ত শিল্প তালুকের গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ। জমি পিছু সঠিক পরিমাণে ক্ষতিপূরণ মেলেনি বলে অভিযোগ জানান গলসির বুদবুদ থানা এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গে পাইপ লাইনের কাজে নিয়োজিত গেইল কোম্পানির কর্মীদের বচসা বাধে। ছড়িয়ে পড়ে উত্তেজনা। কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।

Durgapur News : কারখানার বিষাক্ত ধোঁয়ায় ছড়াচ্ছে দূষণ, অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ পাণ্ডবেশ্বরে
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গ্রামবাসীদের বিক্ষোভের জেরে থমকে যায় গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ। হলদিয়া থেকে পানাগড় শিল্প তালুক পর্যন্ত পাইপ লাইনের মাধ্যমে বেসরকারি কারখানাগুলির জ্বালানির জন্য গ্যাস সরবরাহ করা হবে। গেইল নামক একটি সরকারি সংস্থা মাটির তলা দিয়ে পাইপ লাইনের মাধ্যমে হলদিয়া থেকে পানাগড় শিল্প তালুক পর্যন্ত এই গ্যাসের পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে।

Cold Storage Accident : হিমঘরের ছাদ ভেঙে বিষাক্ত গ্যাস ছড়ানোর জের, কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের
বৃহস্পতিবার সকালে সংস্থার কর্মীরা যন্ত্রপাতি এবং বেশ কয়েকটি গাড়ি নিয়ে বুদবুদের খান্ডারি গ্রামে আসে। মাটির তলা দিয়ে পাইপলাইন বসানোর কাজ শুরু করেন কর্মরত শ্রমিকরা। এর মাঝেই প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ও জমির মালিকরা। তাঁদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে দাবি তুলতে শুরু করেন গ্রামবাসীরা।

Bardhaman News : রাস্তা-পানীয় জল-নিকাশি সহ একগুচ্ছ অভিযোগ, গ্রামবাসীদের বিক্ষোভ মেমারিতে
দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর দুপুর নাগাদ হঠাৎই এলাকার বাসিন্দাদের সঙ্গে প্রথমে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়ে যায় গেইল সংস্থার কর্মীদের। মুহুর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বুদবুদ থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকাবাসীর বিক্ষোভের জেরে বন্ধ রাখা হয়েছে কাজ।

Durgapur News : জলের পাম্প থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, অণ্ডালে বিক্ষোভ এলাকাবাসীর
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতি শতকে তাঁদের ৮০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণ না দিলে তাঁরা কোনওভাবেই কাজ শুরু করতে দেবেন না। যদিও এদিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিষয়টি প্রশাসনিক ভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেয়। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

NBSTC Workers Protest : ফ্যান নয় AC চাই, কোচবিহারে পরিবহণ দফতরের অফিসে বিক্ষোভ NBSTC কর্মীদের
এর আগেও পূর্ব বর্ধমান জেলায় গলসির বড়মুড়িয়া এলাকায় গ্যাসের পাইপ লাইন বসানোর কাজে বিঘ্ন ঘটে। পাইপ লাইন বসানোর জন্য জমি অধিগ্রহণ করে গেইল ইন্ডিয়া লিমিটেড। সেই জমির মাটি খনন করায় তিন চার কিমি লম্বা একটি জলাশয় তৈরি করা হয় ওই এলাকায়। এতেই স্থানীয় অঞ্চলে বৃষ্টি ও সেচের জল নিকাশি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ তোলেন চাষিরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *