Kuntal Ghosh News : ‘হাতভর্তি ঘামাচি…’, পার্থকে চূড়ান্ত কটাক্ষ কুন্তলের! – kuntal ghosh mock partha chatterjee on alipore court premises


পার্থ চট্টোপাধ্যায়ের হাতে দু’টি আংটি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন ED-র আইনজীবী। বিচারাধীন অবস্থায় সংশোধনাগারে থাকাকালীন কী ভাবে অলংকার পরে থাকেন তিনি? বিষয়টি জেলের কোড বর্হিভূত বলে আদালতকে জানিয়েছিলেন ED-র আইনজীবী।

এবার আংটিকাণ্ড নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করতে শোনা গেল হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। বৃহস্পতিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি বলেন, “আমার হাতে আংটি নেই। হাতভর্তি ঘামাচি আছে।” কাকে উদ্দেশ্য করে তাঁর এই মন্তব্য এই প্রসঙ্গে জিজ্ঞাসাও করা হয় তাঁকে। কিন্তু, এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে।

Abhishek Banerjee : এখনই অভিষেককে জিজ্ঞাসাবাদ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
তিনি বলেন, “যাকে ইঙ্গিত করেছি সে ঠিক বুঝে যাবে।” কিন্তু,পার্থ চট্টোপাধ্যায়ের‘আংটিকাণ্ডের’ পর কুন্তলের এই মন্তব্য-ওয়াকিবহাল মহল দুটি ঘটনায় দুয়ে দুয়ে চার করেছে। উল্লেখ্য, বুধবার ভার্চুয়াল শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কে আংটি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, দুটি আংটি পরে থাকেন তিনি। কিন্তু, তা সোনার নয়। শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য তা ধারণ করেছেন বলেও দাবি করেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

এরপরেই তাঁকে বিচারক প্রশ্ন করেন, সংশোধনাগারে আংটি পরার বিধি নেই তা কি তিনি জানতেন? পার্থ চট্টোপাধ্যায় জানান, না! এই বিষয়ে তাঁকে অবগত করা হয়নি। ঘটনায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে তলব করেছে আদালত।

Partha Chatterjee News : জেলের ভেতরে কী ভাবে আংটি পরে পার্থ? ‘প্রভাবশালী’ তত্ত্বে জোর সওয়াল ED-র
বৃহস্পতিবার এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের হাত তুলে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কুন্তল ঘোষ। প্রসঙ্গত, এর আগেও গ্রেফতারির পর একাধিক বিস্ফোরক দাবি করেছেন কুন্তল ঘোষ। কেন্দ্রীয় এজেন্সি দলীয় নেতাদের নাম বলার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।

এদিন আলিপুর আদালতে তোলার আগে ফের একবার চাঞ্চল্যকর মন্তব্য করেনকুন্তল। তিনি বলেন, “একটাই কথা বলব BJP-র মুখপাত্র এবং কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক।” যদিও এই মন্তব্যের কোনও ব্যাখ্যা দেননি তিনি।

Justice Abhijit Ganguly Kunal Ghosh: ‘রাজনৈতিক ক্যাডারে পরিণত হয়েছেন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ কুণালের
কুন্তল এর আগে হেস্টিংস থানায়প্রেসিডেন্সি সংশোধনাগারেরসুপার মারফত জানিয়েছিলেন, তাঁর উপর দলীয় নেতাদের নাম বলার জন্য চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় এজেন্সি। কুন্তলের চিঠি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ED।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার পর্যবেক্ষণেকুন্তল ঘোষএবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিলেন। যদিও এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *