Raju Jha Murder Case : রাজু ঝা-র ঘনিষ্ঠ ব্যবসায়ীর অফিসে সিট-এর অভিযান, সিল করা হল সম্পত্তি – raju jha murder case sit officer sealed narayan khare durgapur city center office


Durgapur News : রাজু ঝা খুনের ঘটনায় হঠাৎ করে উঠে আসতে শুরু করেছে একের পর এক তথ্য। আর সেসব তথ্য ঘাঁটতে ঘাঁটতে নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। গতকাল বুধবারই এই রোমহর্ষক খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। আর ঠিক তারপরেই গতকাল রাতেই অপর এক ব্যবসায়ী নারায়ণ খারকের দুর্গাপুরের সিটি সেন্টারের অফিসে পুলিশি অভিযান চলে।

সূত্র মারফত জানা গিয়েছে, এই নারায়ণ খারকে মৃত রাজু ঝা’র এক সময়ের ব্যবসায়িক সঙ্গী। গতকাল বুধবার রাত ৮ টা নাগাদ এই অভিযান শুরু হয়। খুনের তদন্তকারী সিট-এর পুলিশ আধিকারিকরা এসে পৌঁছন ঘটনাস্থলে। প্রায় ১০ গাড়ি পুলিশ নারায়ণ খারকের অফিস ঘেরাও করে রাখে।

Raju Jha News : রাজু ঝা খুনের ১৯ দিন পর প্রথম গ্রেফতারি, পুলিশের জালে পানাগড়ের যুবক
যদিও সূত্র মারফত জানা গিয়েছে, সেই সময় ওই অফিসে কেউ ছিলেন না। উল্লেখ্য, শক্তিগড়ে রাজু ঝা খুনের ঘটনার ১৯ দিনের মাথায় পুলিশ খুনের ঘটনায় যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম অভিজিৎ মণ্ডল।

এই অভিজিৎয়ের সম্পর্কে প্রচুর তথ্য জোগার করে ও তাঁর মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে। অভিজিৎকে বুধবার দুর্গাপুর থেকে গ্রেফতার করে সিট। তারপর ফের সিটি সেন্টারের অফিসে তদন্তে আসে বিশাল পুলিশ বাহিনী। ধৃত অভিজিৎ মণ্ডলকেও সঙ্গে নিয়ে আসে পুলিশ।

Raju Jha Murder Case : কয়লা মাফিয়া রাজু খুনের মাস্টারমাইন্ড জেলবন্দি সুপারি কিলার? পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
অফিস কেউ না খোলায় আর অফিসে কেউ না থাকায় শেষমেশ পুলিশ অফিসের প্রতিটি গেট সিল করে দেয়। এই বিষয়ে পার্শ্ববর্তী এক অফিসের কর্মী জানান, “এদিন রাত ৮টা নাগাদ প্রচুর পুলিশ কর্মী এই অফিসের সামনে আসেন। কম করে ১০ টি গাড়িতে পুলিশ এসেছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে এর মধ্যে বেশ অনেকেই পুলিশের বড় অফিসার। তাঁরা এসে নারায়ণ খারকের অফিসের ব্যাপারে খোঁজ খবর করেন ও ওই অফিসে ঢোকার চেষ্টা করেন। কিন্তু সেই সময় ওই অফিসে কোনও লোক ছিল না। তাই পুলিশ অফিস সিল করে দিয়ে গিয়েছে। আশেপাশের অফিসগুলিতে ও সেখানকার ব্যক্তিদের থেকে পুলিশ নারায়ণ খারকে ও তাঁর অফিস সম্পর্কে কিছু তথ্য নেয়ার চেষ্টা করেন।”

Raju Jha News : রাজু ঝা খুনে ধৃত অভিজিৎ কি মাস্টারমাইন্ড নাকি মূল ষড়যন্ত্রকারী অধরা? উত্তর খুঁজছে পুলিশ
এরই মধ্যে একটি সূত্রের আবার দাবি, ধৃত অভিজিৎ মণ্ডল নাকি ব্যবসায়ী নারায়ণ খারকের গাড়ির চালক। যদিও এই সূত্রের কোনও সত্যতা মেলেনি। ব্যবসায়ী নারায়ণ খারকেও একথাকে মান্যতা দিতে রাজি হননি বলেই জানা গিয়েছে। এদিকে,প্রায় ১৯ দিন বাদে ফের এই হত্যাকাণ্ডের জট খুলতেশুরু করায় নড়েচড়ে বসেছে শিল্পাঞ্চলের ব্যবসায়ী মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *