Santanu Banerjee : পদ্ম নামের সংস্থার আড়ালে শান্তনুর কালো টাকা সাদা! – shantanu banerjee has been accused of creating company using black money in recruitment corruption


এই সময়:নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে পদ্মের নাম ব্যবহার করে একটি বেনামি সংস্থা তৈরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে ধৃত এবং বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয় শান্তনুকে। দু’পক্ষের সওয়াল জবাব শুনে আগামী ৩ মে পর্যন্ত শান্তনুর জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত।

Recruitment Scam : ‘পালের গোদা’ গোপাল, ইঙ্গিত ইডি-র চার্জশিটে
ইডির দাবি, শান্তনুর মোট ১৫টি সম্পত্তির হদিশ এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। এছাড়া দুটি কোম্পানিরও খোঁজ মিলেছে। এরমধ্যে একটি মেসার্স দীপ ডেভলপার্স জেনারেল অর্ডার সাপ্লায়ার, অন্যটি মেসার্স লোটাস কনস্ট্রাকশনস।

প্রথম কোম্পানিতে স্ত্রীর সঙ্গে শান্তনুর যৌথ পার্টনারশিপ ছিল বলে ইডির দাবি। কিন্তু লোটাস কনস্ট্রাকশনসটি ছিল বেনামি। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, “এই দুটি কোম্পানিতেই নিয়োগ দুর্নীতির টাকা লাগানো হয়েছিল। এর মধ্যে দ্বিতীয় কোম্পানিতে প্রচুর কালো টাকা সাদা করা হয়।”

Recruitment Scam : কোটি টাকার প্রতারণা তাপস-কুন্তলের সঙ্গেও!
যদিও এ দিন ঘনিষ্ঠমহলে শান্তনু দাবি করেন, যতটা ইডি বা সংবাদমাধ্যম দাবি করছে, তাঁর মোটেও ততটা সম্পত্তি নেই। ব্যক্তিগত চরিত্র হনন করতেই এমন কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আদালতে শান্তনুর আইনজীবী বলেন, “ইডির হেফাজতে রাখার আর কোনও কারণ নেই। তদন্তেও কোনও অগ্রগতি হয়নি। তাই এ সব বলতে হচ্ছে।”

Ayan Sil : লাঠি হাতে অশক্ত শরীরে হাজিরা অয়নের মা-বাবার
তবে ইডি সূত্রের দাবি, এই পদ্মের পাঁকেই লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির টাকার হদিশ। অনেক ক্ষেত্রে নগদে টাকা লেনদেন হয়েছিল লোটাস কনস্ট্রাকশনের মাধ্যমে। সেই টাকা রাজারহাট, নিউটাউন, সোনারপুর-রাজপুর এলাকায় বহুতল নির্মাণের কাজে ব্যবহার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *