Uluberia Bridge : মিটতে চলেছে নদী পারাপারের সমস্যা, উলুবেড়িয়ায় সেতুর শিলান্যাস পূর্ত মন্ত্রীর – permanent solid bridge going to make over damodar at uluberia


West Bengal News : অবশেষে সেতু কষ্ট দূর হতে চলেছে উলুবেড়িয়া ও শ্যামপুরের বাসিন্দাদের। দামোদরের দুই পারের এই দুই এলাকার বাসিন্দারা এতদিন পারাপার করতে অনেক যন্ত্রণা সহ্য করেছেন। এতদিন ছিল কাঠের অস্থায়ী সেতু। আর তা দিয়েই বিপদজনক ভাবে পারাপার করতে হত সবাইকে।

এবার কাটতে চলেছে বিপদ। তৈরি করা হবে পাকা নতুন সেতু। বুধবার এই সেতুর শিলান্যাস করেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। সেই সময় তিনি মানুষের কাছে আবেদন রেখে বলেন, “আপনারা কোনোভাবেই এই নতুন সেতুর দু’পাশ দখল করবেন না। আমি প্রশাসনকে বলব তারা যেন এই বিষয়টি লক্ষ্য রাখেন।”

Poila Baisakh : রাজ্য জুড়ে মহাসমারোহে নববর্ষ পালন, দিকে দিকে শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানোর ধুম
বুধবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে দামোদরের ওপর সেতুর শিল্যান্যাস করতে এসে এই কথা বলেন মন্ত্রী পুলক রায়। প্রশাসন সূত্রে খবর ৯০ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার চওড়া সেতুটি নির্মাণ করতে ব্যয় হবে প্রায় ১২ কোটি টাকা। সেতুটি একদিকে উলুবেড়িয়া এবং অন্যদিকে শ্যামপুরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে‌।

প্রশাসন সূত্রে খবর, সেতুটি নির্মাণ হয়ে গেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালিচাতুরি, ধান্দালী, নবগ্রাম এবং বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন। এদিন সেতুর শিল্যান্যাস করে মন্ত্রী পুলক রায় বলেন, “সেতুটি নির্মাণ হয়ে গেলে দুটি বিধানসভার মানুষের প্রচুর উপকার হবে।”

Alipurduar News : ৫ বছর ধরে সংস্কারের অভাবে পড়ে রাস্তা, বছরের প্রথম দিনে কোদাল- বেলচা হাতে কাজ শুরু গ্রামবাসীদের
তিনি আরও বলেন, “সেতুর ওপর দিয়ে ভারি যানবাহন যাতায়াত করার জন্য সেতুটি পাকাপোক্তভাবে নির্মাণ করা হচ্ছে।” মন্ত্রী বলেন, “সেতুটি নির্মাণ হয়ে গেলে শ্যামপুর থেকে মাতাপাড়ার রাস্তা চওড়া করা হবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ কোনও জায়গাতেই দুই পাশ দখল করবেন না।”

এদিন পুলক রায় বলেন, “সেতুটি নির্মাণের জন্য দেড় বছর সময়সীমা ধার্য করা থাকলেও এখানে জমি জট সমস্যা না থাকায় আগামী এক বছরের মধ্যে সেতুর কাজ শেষ হবে।” এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালিপদ মণ্ডল, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সৌমেন পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ সহ অন্যান্যরা।

Dakshin Dinajpur : দুই গ্রামের একমাত্র যোগাযোগের ব্রিজ অচল, ক্ষোভ বালুরঘাটের গ্রামে
প্রসঙ্গত দামোদরের দুই পারের বাসিন্দারা এতদিন কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করতেন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “আমাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা সেতু। আজকে সেটার শিলান্যাস হল। দেখে খুবই ভালো লাগছে। কিন্তু আমাদের দাবি সময় মতো যেন এই সেতু তৈরি হয়ে যায়। নাহলে সেই আবার আগের মতো বিপদজনক পারাপারের যন্ত্রণা ভোগ করতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *