Bankura News : চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ, পরিবার সহ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার – a civic volunteer and his family arrested for kill his wife in bankura


West Bengal News : প্রচুর সচেতনতা, অনেক শাস্তি, হরেক রকমের কড়া ধারা প্রয়োগ সত্ত্বেও থামানো যাচ্ছে না বধূ নির্যাতন। রাজ্যের কোনও না কোনও জায়গায় প্রায় দিনই ঘটে চলেছে একের পর এক বধূ নির্যাতনের ঘটনা। এমনকি ঘটছে হত্যার ঘটনাও। এমনই এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে বাঁকুড়া জেলা থেকে।

চার মাসের অন্তঃসত্বা স্ত্রী’কে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ইন্দাসের এক সিভিক ভলান্টিয়ার সহ বধূর শ্বশুর ও শাশুড়িকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম পূর্ণেন্দু পাল, অভয় পাল ও রবিরানী পাল। পূর্ণেন্দু মৃতার স্বামী বলে জানা গিয়েছে।

Purulia News : পণের জন্য গৃহবধূকে খুন, পুরুলিয়ায় গ্রেফতার স্বামী সহ শ্বশুরবাড়ির আরও ৩ সদস্য
সে ইন্দাস থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গৃহবধূ সুমনাকে বাড়ির লোকেরা আশঙ্কাজনক অবস্থায় ইন্দাস ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, বধূর শ্বশুর বাড়ির লোকেরা সুমনাকে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে বলে চিকিৎসক ও পুলিশকে জানায়।

তবে এই ঘটনায় বধূর বাপের বাড়ির পক্ষ থেকে ইন্দাস থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে সিভিক ভলান্টিয়ার সহ তার বাবা ও মাকে পুলিশ গ্রেফতার করে। পরে তাঁদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Cooch Behar Domestic Violence : জলের কল ঠিক করার কথা বলতে স্ত্রীকে বিষ খাইয়ে খুন স্বামীর! কোচবিহারে চাঞ্চল্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দাস থানার অন্তর্গত করিসুণ্ডা গ্রাম পঞ্চায়েতের আব্দুলপুর গ্রামের বাসিন্দা পেশায় সিভিক ভলান্টিয়ার পূর্ণেন্দু পালের সঙ্গে এক বছর আগে পাত্রসায়রের বালসির বাসিন্দা সুমনার বিয়ে হয়। মারা যাওয়ার সময় সুমনা চারমাসের অন্তঃসত্বা ছিলেন।

এই বিষয়ে মৃত গৃহবধূ সুমনার মা জানান, “আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। শ্বশুরবাড়ির লোক মিথ্যে কথা বলছে। সন্তানসম্ভবা হওয়ায় সুমনা খুব খুশি ছিল। যদিও শ্বশুরবাড়িতে আমার মেয়ে ভালো ছিল না। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার করা হত। পণের দাবিতে অনেকবার মারধর করা হয়েছে। আমরা দোষীদের কড়া শাস্তি চাই।”

Malda News : তীব্র দাবদাহে মাঠে কাজ করতে গিয়ে অসুস্থ! মালদায় মৃত্যু ১ সিভিক ভলান্টিয়ারের
ইন্দাস থানার তরফ থেকে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে। কি কারণে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিবাহিত মহিলার উপর গার্হস্থ্য হিংসার রিপোর্টে বাংলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে ধরা পড়েছে। কারণ দেশের অন্য রাজ্যের তুলনায় বাংলায় শ্বশুরবাড়িতে স্বামী এবং অন্যদের হাতে মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বলে উঠে এসেছে এক পরিসংখ্যানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *