Civic Volunteers : গৃহবধূকে ঘুমের ওষুধ দিয়ে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ, লাভপুরে গ্রেফতার ২ সিভিক ভলান্টিয়ার – an woman harassed by 2 civic volunteers in birbhum police arrested them


Birbhum News : মন্দিরে পুজো দিতে গিয়ে নক্কারজনক ঘটনার শিকার হলেন এক গৃহবধূ। মন্দিরে কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ার গৃহবধূকে অচৈতন্য করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বীরভূম জেলার লাভপুরে। অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ার সুমিত মুখোপাধ্যায় এবং ছট্টু দত্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বোলপুর মহকুমা আদালত দু’জনের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Bankura News : চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ, পরিবার সহ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
স্থানীয় সূত্রে খবর, ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য অবস্থায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে লাভপুর থানার দুই সিভিক ভলান্টিয়ার সুমিত মুখোপাধ্যায় ও ছট্টু দত্তের বিরুদ্ধে। অভিযোগ, গত ২৭শে চৈত্র লাভপুরের ফুল্লরা মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিতে আসেন ওই গৃহবধূ। সেই সময় তিনি ফুল্লরা মন্দিরে ডিউটিরত ওই দুই সিভিক ভলান্টিয়ারের কাছে জল চান।

Purulia News : পণের জন্য গৃহবধূকে খুন, পুরুলিয়ায় গ্রেফতার স্বামী সহ শ্বশুরবাড়ির আরও ৩ সদস্য
অভিযোগ, তারা ওই জলে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। জল পান করে ওই গৃহবধূ জ্ঞান হারান। এরপর ওই দুই সিভিক তাঁকে পাশের একটি গেষ্ট হাউসে নিয়ে যায়। আত্মীয়া পরিচয়ে দিয়ে সকলের সামনে থেকে সরিয়ে ওই গেস্ট হাউসে নিয়ে যায় দুই অভিযুক্ত যুবক। এরপর সেখানে নিয়ে গিয়েই যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।

Dakshin 24 Pargana : বাবা-মাকে মেরে ফেলার ভয় দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন, বারুইপুরে গ্রেফতার প্রৌঢ়
যদিও সেই মুহূর্তে ওই নির্যাতিতা লোক লজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি। গত বুধবার তিনি তাঁর স্বামীকে পুরো ঘটনা জানান। এরপর ওইদিনই তাঁর স্বামীকে নিয়ে ওই গৃহবধূ লাভপুর থানায় আসেন। অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ারের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Unnao News Today : উসকে দিল ২০১৭-র স্মৃতি! উন্নাওয়ে ধর্ষিতা কিশোরীর বাড়িতে অগ্নিসংযোগ অভিযুক্তদের
পুলিশ জানিয়েছে, ঘটনার লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে ওই রাতেই অভিযুক্ত ওই দুই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের বোলপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশের তরফে সেখানে তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়।

Dakshin 24 Pargana : পরকীয়া সম্পর্কের প্রতিবাদের মাশুল! স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সিভিক ভলান্টিয়ারের এমন কীর্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঢোলাহাটে এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে আরিফ হোসেন মীর নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। যুবতীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *