Dakshin Dinajpur : দণ্ডিকাণ্ডের পর ফের বিতর্ক, আদিবাসীদের ‘নিচুজাত’ সম্বোধনে হিলি থানায় ঘেরাও – allegations against a man for abusing tribal people in hili


West Bengal News : দণ্ডি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আদবাসী সম্প্রদায়ের মানুষদের ‘নিচুজাত’ বলে গালিগালাজ করার অভিযোগ উঠল হিলিতে৷ বিষয়টি জানাজানি হতেই তীর ধনুক নিয়ে শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাজির হলেন থানায়৷ অবশেষে এই নিয়ে বৃহস্পতিবার বিকেলে হিলি থানায় দায়ের হল লিখিত অভিযোগ। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

যদিও গালিগালাজের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের চকমানিকো গ্রামে। জানা গিয়েছে, গত ৫ এপ্রিল উপেন সোরেন নামে হিলির চক মানিকো গ্রামের এক ব্যক্তিকে ভিন রাজ্যে কাজ করতে নিয়ে যায় স্থানীয় ঠিকাদার রাখাল সরকার।

Balurghat News : দণ্ডি ঘটনার প্রতিবাদে আদিবাসীদের ডাকা বনধের প্রভাব বালুরঘাটে, স্তব্ধ জনজীবন
বাড়ি থেকে কাজের জন্য নিয়ে যায় তামিলনাড়ুর চেন্নাইয়ে। উপেনের সঙ্গে কাজ করতে গিয়েছিলেন এলাকার একাধিক পরিযায়ী শ্রমিক। এদিকে যাওয়ার পরই গত ৭ এপ্রিল থেকে স্বামীর খোঁজ পাচ্ছিলেন না উপেনের স্ত্রী কনিকা। যার ফলে স্বামী কোথায় আছে তা জানতেও পারেননি।

এমনকি অভিযুক্ত ব্যক্তির কাছে স্বামীর খবর জানতে চাইলে, তিনি কোনোরকম সহযোগিতা করেননি বলে অভিযোগ ওঠে। বরং নিচু জাত, ছোট জাত বলে তিরস্কার করেন ওই ব্যক্তি। এমন অবস্থায় কেটেছে প্রায় দুই সপ্তাহ। তাও স্বামীর কোনও খোঁজ মেলেনি।

Bangla Bandh : জেলা জুড়ে চলছে আদিবাসী সেঙ্গেল অভিযানের বনধ, ব্যাহত জনজীবন
এদিকে গত ১৩ এপ্রিল হিলি থানায় নিখোঁজ অভিযোগ করতে গেলেও সেই অভিযোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। অবশেষে এদিন তীর ধনুক নিয়ে শতাধিক গ্রামবাসী যান হিলি থানায়৷ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয় লিখিত অভিযোগ।

এই বিষয়ে নিখোঁজ ব্যক্তির স্ত্রী কনিকা বলেন, “স্বামীকে ভিন রাজ্যে কাজের জন্য নিয়ে গিয়েছিল রাখাল। কিন্তু যাওয়ার পরই স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমার৷ স্বামীর খোঁজ পেতে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কোনোরকম সাহায্য করেননি। বরং আমাদের নিচু জাত বলে গালিগালাজ করা হয়। তাই আজ আবার পুলিশের দ্বারস্থ হয়েছি যাতে স্বামীর খোঁজ পাই।”

Dakshin Dinajpur : বিবাহ বহির্ভূত সম্পর্কে পথের কাঁটা স্বামী! খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
এদিকে এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তি রাখাল সরকার বলেন, “উপেনের সহ মোট সাতজন কাজে গিয়েছিল। গত সাত তারিখ রাতে খাওয়া দাওয়ার পর নিখোঁজ হয়ে যায় উপেন। এই নিয়ে তামিলনাড়ুতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে গালিগালাজ করার, তা মিথ্যে ও ভিত্তিহীন। এই ধরনের কোনও কথা আমি কাউকে বলিনি।”

অন্যদিকে হিলি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়ে তাঁরা পুরো ঘটনা খতিয়ে দেখছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *