Minakshi Mukherjee : বারাসতে গ্রেফতার দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করলেন মীনাক্ষী, পাশে থাকার আশ্বাস – minakshi mukherjee visited arrested cpim workers home at gaighata area


West Bengal News : রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের বিরুদ্ধে বারাসত জেলাশাসক অফিসে ডেপুটেশন জমা দিতে গিয়ে গ্রেফতার হওয়া সাত কর্মীর পাশে দাঁড়ালেন DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। আর এখান থেকেই তিনি তোপ দাগলেন রাজ্য সরকার ও পুলিশের প্রতি। জানালেন, “রাজ্য সরকারের পুলিশ অন্যায় ভাবে আমাদের কর্মী এবং সমর্থকদের গ্রেফতার করেছে। আমরা রাজনৈতিক এবং আইনগতভাবে লড়াই করব।”

Malda News: ‘ব্রিটিশরাজ চলছে!’ দুর্ঘটনায় মৃত্যু, অভিযুক্তর গ্রেফতারির দাবি তোলা গ্রামবাসীদেরই শ্রীঘরে পাঠাল পুলিশ
প্রসঙ্গত উল্লেখ্য, শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে CPIM-এর পক্ষ থেকে চলতি এপ্রিল মাসের প্রথম দিকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলাশাসক অফিসে ডেপুটেশন জমা দেওয়ার এক কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই কর্মসূচির শেষে গাইঘাটা ব্লকের সাতজনকে অন্যায় ভাবে বারাসত থেকে গ্রেফতার করা হয় এমনটাই অভিযোগ জানিয়েছে বামফ্রন্ট।

বৃহস্পতিবার বিকেলে CPIM-এর যুব সংগঠন DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী চাঁদপাড়া এবং তৎসংলগ্ন অঞ্চলের যে সমস্ত বামফ্রন্ট কর্মীরা গ্রেফতার বরণ করেছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। ওই ডেপুটেশনের দিন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল সেই চাঁদপাড়ার সেনাটিকাঠির পার্থ সাহা এবং কুনাল মজুমদার, ঢাকুরিয়ার ময়ূর মণ্ডল, ডুমা পঞ্চায়েতের দিঘা অঞ্চলের বিভাস দাস, ঝাউডাঙ্গার সুকান্ত কর, বেড়ি গোপালপুরের শুভম বিশ্বাস এবং সুটিয়া গ্রাম পঞ্চায়েতের ভাড়াডাঙা অঞ্চলের শান্তনু সানার বাড়িতে যান মীনাক্ষী।

Bibhas Adhikari : তল্লাশিতে মিলেছে গুরুত্বপূর্ণ নথি? বিভাসকে এবার ডেকে পাঠাল CBI
DYFI-এর প্রায় একশোর উপরে কর্মী এবং সমর্থকরা তাঁর সঙ্গে ছিলেন। এখানে দাঁড়িয়েই মীনাক্ষী মুখার্জী বলেন, “পুলিশের কাছে আমার একটাই প্রশ্ন যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যাওয়া মানে কি শ্লীলতাহানি করতে যাওয়া, জব কার্ডের চাকরি চুরির বিরুদ্ধে কথা বলতে যাওয়া মানে কি জেলা পরিষদের অফিসের কাগজপত্র ছিঁড়ে দিতে যাওয়া? শুধুমাত্র ডেপুটেশন দিতে যাওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছে। যাতে জেলা পরিষদকে কোনও অপ্রিয় প্রশ্নের মুখোমুখি না হতে হয়, সেই কারণেই আগেভাগে আমাদের কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।”

Balurghat Incident: স্বেচ্ছাতেই দণ্ডি আদিবাসী মহিলাদের, পুলিশের রিপোর্ট ‘হাস্যকর’ দাবি বিরোধীদের
তিনি আরও বলেন, “পুলিশ এখন দলদাস। আমরা আমাদের কর্মীদের পাশে আছি। লড়াই জারি থাকবে।” গ্রেফতার হওয়া বাম কর্মী কুনাল মজুমদারের স্ত্রী গোপা মজুমদার বলেন, “আজ মীনাক্ষী আমাদের বাড়িতে এসেছিলেন। এসে আমাদের সাহস দিয়ে গেলেন। বলেছেন দল সবরকম ভাবে গ্রেফতার হওয়া কর্মীদের পাশে আছে। আমার স্বামী নির্দোষ। শুধু মিছিল করে ডেপুটেশন দিতে গিয়েছিলেন। অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *