গত কয়েকদিন ধরেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সাধারণ মানুষ চাইছে এক পশলা বৃষ্টি। অবশেষে সেই দিন আসতে চলেছে। শুক্রবার থেকেই বদল হবে আবহাওয়া। তাপমাত্রা কমতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আজ কেমন থাকবেকলকাতার আবহাওয়া?
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ১৯ শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবি থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
কেমন থাকবেদক্ষিণবঙ্গের আবহাওয়া?
শুক্রবার তাপমাত্রা সামান্য কমলেও দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা শনিবার। আগামীকাল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ অস্বস্তি অনেকটাই কমবে। কমবে ভ্যাপসা গরমও।
কেমন থাকবেউত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বদলাতে চলেছে আবহাওয়ার মতিগতি। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আজও বৃষ্টিপাত চলবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বদলাতে চলেছে আবহাওয়া।
মোটের উপর ৪০ ডিগ্রি গরমের থেকে কিছুটা স্বস্তি ফেরাবে বৃষ্টি। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গই ভিজতে পারে, পূর্বাভাস বলছে এমনটাই। উল্লেখ্য, ২০১৬ সালের পর চলতি এপ্রিল উষ্ণতম। অর্থাৎ গরমের নিরিখে একাধিক রেকর্ড ভেঙেছে।