Sealdah Canning Train : মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ নার্সের! ক্যানিং লোকালে হুলস্থুল – young woman chases mobile theif and jumps from canning local train in dakshin 24 pargana


শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করে এক দুষ্কৃতী। চোখের সামনে প্রিয় মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা দেকে বাধা দেন ক্যানিং মহকুমা হাসপাতালের নার্স মেঘা মণ্ডল। সাহসিকতার পরিচয় দিয়ে চোরকে তিনি ধরেও ফেলেন। কিন্তু সেখানে শেষরক্ষা হয়নি।

বেগতিক বুঝে ওই মোবাইল চোর গলা টিপে ধরে ওই নার্সের। বাধ্য হয়েই চোরের হাত ছেড়ে দেন মেঘা। তবে সামন্য মোবাইল পাওয়ার আশায় জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননি ওই নার্স। চলন্ত ট্রেন থেকেই ওই চোরের পেছনে ধাওয়া করতে ক্যানিং শাখার মাতলা হল্ট স্টেশনে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন ওই নার্স।

Sealdah Local Train : উত্তর থেকে দক্ষিণ, ট্রেন বন্ধে চরম ভোগান্তি
ট্রেন থেকে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হয়নি। মোবাইল উদ্ধার তো হয়নি বরং চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন মেঘা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শেষে সহযাত্রীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সেখানে এই মুহূর্তে তাঁরা চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতাল থেকে ডিউটি সেরে আপ ক্যানিং শিয়ালদহ লোকালে চেপে বাড়ি যাচ্ছিলেন ওই নার্স। সোনারপুর স্টেশনে নামার কথা ছিল তাঁর। ট্রেন মাতলা হল্ট স্টেশনে ঢুকতেই তাঁর ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এক দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে ফোন ছিনতাইকারীর হাত ধরে ফেলেন মেঘা।

NJP Railway Station : এনজেপি স্টেশনে ধারাল অস্ত্রের কোপ যুবকের! আতঙ্কে কাঁটা পর্যটকরা
বেগতিক বুঝে আরেক হাত দিয়ে মেঘার গলা চেপে ধরে অভিযুক্ত।গোটা ঘটনায় অন্যান্য সহযাত্রীরা মেঘাকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। ফলে যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষে দুষ্কৃতীর হাত ছেড়ে দেন তিনি। হাত ছাড়তেই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায় অভিযুক্ত। কিন্তু হাল ছাড়েন নি তিনি। মোবাইল উদ্ধার করতে তিনি ও চোরের পিছনে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তবে এই ঘটনায় আতঙ্কিত ট্রেনের মহিলা যাত্রীরা। ট্রেনের মহিলা কামরায় ঠিকমতো রেলপুলিশ থাকে না বলেই অভিযোগ তাদের।

Recruitment Scam : তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি-আশ্রমে CBI, বিভাসের খোঁজে গোয়েন্দারা
মেঘা মণ্ডল নামের ওই নার্স এই প্রসঙ্গে বলেন, “ট্রেনে মোবাইল ছিনতাইয়ের সময় কেউ আমাকে সহযোগিতা করেনি। তবে আমি যখন পড়ে যাই তখন অনেকেই আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। আমাকে সেখান থেকে তুলে এই হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আমি ফোন ফিরে পাইনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *