Summer Skin Care: রোদে বেরলেই মুখে কালো ছোপ? এই টোটকা মানলেই পাবেন দুধের মতো ফর্সা ত্বক!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যদিও এখন গরমকাল নয়, বর্ষাকাল চলছে তাই বর্ষাকালেও ত্বক কিন্তু প্যাচপ্যাচে গরমে বিরক্তিকর অবস্থা তৈরী হতে পারে। জেনে নিন ত্বকের জন্য কি কি করলে আপনার ত্বককে এই গরমে ও খুব সুন্দর এবং ফ্রেশ থাকবে। 

আরও পড়ুন, Lunar Eclipse: সূর্যগ্রহণ শেষ, এবার চন্দ্রগ্রহণের পালা; শুভ দিন শুরু হবে এই মানুষদের! হবে টাকার বৃষ্টি

1. ত্বক পরিষ্কার করতে এবং গরমকালের ফ্রেশ রাখতে শসার রস মাঝে মধ্যেই তুলোয় করে নিয়ে মুখের চারপাশে বুলিয়ে নিলেই এটি আপনার ত্বকের ডিহাইড্রেটেড লাগবে। শসা খেলেও আপনার শরীর ভেতর থেকে হাইড্রেটেড থাকবে। শসার সঙ্গে গ্রিন টি ভালো করে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন

2. গরমকালে ত্বক ফ্রেশ রাখতে অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করুন, এতে কিন্তু আপনার শরীর ভেতর থেকে হাইড্রেটেড থাকবে। সারাদিনই অন্তত চার থেকে পাঁচবার ঠান্ডা জলে মুখ ধুতে হবে। অবশ্যই ঠান্ডা চলে মুখ ধুতে হবে। সকালবেলা উঠে মুখের মধ্যে বরফ ঘষে নিতে পারেন, ব্লাড সার্কুলেশন ভালো হবে।

3. গরমকালে ত্বক ফ্রেশ রাখতে ১ লিটার জলে বেশ কয়েকটা পুদিনা পাতা অন্তত ফোটাতে হবে। পাঁচ মিনিট ধরে তারপর ছেঁকে নিয়ে মিশ্রণটি মুখে লাগান, দেখবেন আপনার ত্বক ফ্রেশ হয়ে গেছে।

4. আলু টুকরো টুকরো করে কেটে নিন। এতে পেস্ট করে নিয়ে তারপরে তার রস বার করে এই রস সপ্তাহে অন্তত চার দিন মুখে ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

5. গরমকালে টমেটোর রস আপনার ত্বককে ফ্রেশ রাখতে সাহায্য করবে। টমেটোর মধ্যে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বকের ওপরে হওয়া কালো দাগ দূর করে সহজে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে জি ২৪ ঘণ্টার কোনও দায় নেই।)

আরও পড়ুন, Chanakya Niti | Devi Lakshmi: চাণক্যের কথা মেনে আজই বর্জন করুন এই অভ্যাস, দেবী লক্ষ্মীর আশীর্বাদ জীবনে হবে অর্থের বর্ষণ!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *