Tapas Saha MLA: পুকুরপাড়ে পোড়া চিহ্ন কেন? তাপসের বাগান ঘিরে ঘনাচ্ছে রহস্য – cbi raids tmc mla tapas saha residence for recruitment scams


সকাল থেকে হাফ প্যান্ট পরে বাড়ির কাজেই ব্যস্ত, CBI আসছে বুঝেও স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা তাপসের। কিন্তু, সন্ধ্যায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য? কিছু কি লুকানোর চেষ্টা করছিলেন তাপস সাহা?

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রথম থেকেই দ্ব্যর্থহীন ভাষায় উড়িয়ে দিয়েছেন তিনি। কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে, প্রথম থেকেই দাবি করেছেন। তারপরেও সিবিআই তদন্তের নির্দেশের পরেও বিধায়ক তাপস সাহা বলেছিলেন, ‘সবরকম সহযোগিতা করব।’

তেহট্ট বিধায়নসভা কেন্দ্রের থেকে খুব কাছেই পলাশিপাড়া বিধানসভা। সেখানকার বিধায়ক আগেই নিয়োগ দুর্নীতে জেলে। তারপরেও মানিকে দিনভর চেষ্টা চালিয়ে গিয়েছেন স্বাভাবিক থাকার।

Tapas Saha: ফাঁসাচ্ছেন দলেরই নেত্রী! ‘বিজেপির সঙ্গে যােগসাজশ’!

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার স্যালো মেশিন চালিয়ে পুকুর থেকে মাঠে জল দিতে ব্যস্ত ছিলেন তাপস। দীর্ঘক্ষণ বসেছিলেন পুকুরপাড়ে। বাড়ির সামনে পাড়া-প্রতিবেশী, তাপস অনুগামী এবং সাংবাদিকদের ভিড়। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে তাপস আগেই সিবিআইকে স্বাগত জানিয়েছিল। যতটুকু তিনি জানেন সবটাই বলবেন বলে জানিয়েছিলেন তিনি। পরনে বারমুডা গায়ে টি-শার্ট গলায় গামছা নিয়ে পুকুর ধারে বসেছিলেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। পুকুরে মাছ চাষ হবে তাই পুকুর পরিষ্কার করতে ব্যস্ত তাপস। অন্তত তিনি নিজেই তিনি তাই জানিয়েছিলেন।

Tapas Saha : নেতৃত্বের একাংশে অনাস্থা, দলনেত্রী ‘ভরসা’ তাপসের
যদিও পরে একটি সূত্রে খবর মেলে, পুকুরপাড়ে কিছু পোড়ানোর চিহ্নও পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে সেখানে কিছু পোড়ানো হয়েছে কী না তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও বিধায়ক অনুগামীদের বক্তব্য, কিছু যদি পোড়ানোরই হত তা আজ হব কেন?

Tapas Saha : তাপস সাহার বাড়িতে CBI, তৃণমূল বিধায়কের বাড়ি-অফিসে তল্লাশি
প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আগেই উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগও ছিল তাপস সাহার বিরুদ্ধে। আত্মীয় থেকে শুরু করে বহু দিনের পরিচিত দলীয় কর্মীদের অনেকেই চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন তাপসের বিরুদ্ধে। কেউ প্রাইমারি শিক্ষক হতে চেয়ে নগদ দিয়েছেন, কেউ আবার উচ্চপ্রাথমিকের জন্য।

Tapash Mondal : ‘অভিষেকের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে’, কুন্তলকে নিয়ে বিস্ফোরক তাপস
দমকল সহ রাজ্যের একাধিক সরকারি বিভাগে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নাম জড়িয়েছে তৃণমূল বিধায়কের। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা বিষয়টি তদন্ত শুরু করে। সেই মামলার তদন্তভারও গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। শুক্রবার বিকালে সিবিআই পৌঁছয় তাপসের বাড়িতে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিবিআই কর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *