Calcutta High Court : আইপিএসের নিরাপত্তা নির্দেশ চ্যালেঞ্জ রাজ্যের – the state challenged the single bench order to restore security to retired ips pankaj dutta in the division bench



এই সময়:অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তকে নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার সিঙ্গল বেঞ্চের নির্দেশ রাজ্য চ্যালেঞ্জ করেছে ডিভিশন বেঞ্চে। ১ মে ডিভিশন বেঞ্চে সেই আপিলের শুনানি হবে বলে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুক্রবার জানাল রাজ্য। ফলে রাজ্যের বিরুদ্ধে নিরাপত্তা দেওয়ার নির্দেশ কার্যকরী না করা সংক্রান্ত আদালত অবমাননার মামলার শুনানি আপাতত হচ্ছে না বিচারপতি মান্থার এজলাসে। ১০ মে এই মামলার শুনানি হতে পারে বিচারপতি মান্থার বেঞ্চে।

Nisith Pramanik Convoy Attack: নিশীথের কনভয়ে হামলায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে তদন্ত করলেও পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতির
এর আগে অবসরপ্রাপ্ত ওই আইজি হাইকোর্টে মামলা করে অভিযোগ করেন, রাজ্য কিছু না জানিয়ে ১১ জানুয়ারি তাঁর নিরাপত্তা তুলে নেয়। হাইকোর্টে রাজ্য জানায়, কোনও ‘থ্রেট’ বা নিরাপত্তা-সংক্রান্ত আশঙ্কা না থাকায় গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে পঙ্কজ দত্ত-সহ সাত জন অবসরপ্রাপ্ত আইপিএসের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।

Recruitment Scam Tapas Saha: নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে তৃণমূল বিধায়ক তাপস সাহা, অভিযোগ তদন্ত করতে চায় CBI
কিন্তু আদালত নিরাপত্তা ফিরিয়ে দিয়ে পঙ্কজের আগের আবেদন বিবেচনা করার নির্দেশ দেয় রাজ্যকে। কিন্তু রাজ্য নিরাপত্তা ফিরিয়ে না দেওয়ায় আদালত অবমাননার মামলা হয়। এ দিন সেই মামলা শুনানির জন্যে উঠলে ডিভিশন বেঞ্চে নির্দেশ চ্যালেঞ্জের কথা জানায় রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *