Jhargram News : প্রতিবেশী বৌদির সঙ্গে প্রেম! ছাগল চড়ানোর সময় প্রেমিকার দিকে এগিয়ে এল যুবক, তারপর… – jhargram man allegedly killed a house wife over extra marital affair issue


গৃহবধূকে শ্বাসরোধ ও কুপিয়ে খুন করার অভিযোগে প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার লাউদহ গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ধৃত যুবককে এদিন ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রঞ্জিত মান্ডি। বাড়ি সাঁকরাইল থানার লাউদহ গ্রামে। শুক্রবার রাতে বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।Love Affair : বন্ধুত্ব থেকে প্রেম, পরকীয়ার জেরে আত্মঘাতী বধূ! প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার ‘গোপন নথি’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূ পূর্ণিমা মাণ্ডির (৩২) বাড়ির উলটো দিকেই অভিযুক্ত যুবকের বাড়ি। গৃহবধূর পরিবারের সদস্যদের ওই যুবকের বাড়িতে যাতায়াত ছিল। এরপর কয়েক মাস আগে থেকেই ওই যুবকের সঙ্গে গৃহবধূর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। রোজ রাতে ফোনের মাধ্যমে তাঁদের মধ্যে কথোপকথন বাড়তে থাকে।

Bankura News : চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ, পরিবার সহ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
জানা গিয়েছে, কয়েকদিন আগে নয়াগ্রামে এক আত্মীয়ের মৃত্যু হওয়ায় শাশুড়ি-দেওরের সঙ্গে সেখানেই গিয়েছিলেন পূর্ণিমা। তাঁর স্বামী প্রসেনজিৎ মাণ্ডি ধানকাটার খেতমজুরের কাজ করতে পূর্ব মেদিনীপুরের বালিঘাই এলাকায়। সোমবার মেয়ের কারণে লাউদহ গ্রামের বাড়িতে ফিরে আসেন পূর্ণিমা। ১৮ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ছাগল বাইরে যান ওই গৃহবধূ। পরে খালের ধারে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয় ভাঙাগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতদেহের পেটে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুধবার ঝাড়গ্রাম পুলিশ মর্গে ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করে রাখা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঞ্জিতের সম্পর্ক শেষ করে বেরিয়ে আসতে চান ওই গৃহবধূ। অপরদিকে অভিযুক্ত যুবক চেয়েছিল ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে । খুনের আগেও পূর্ণিমার সঙ্গে ফোনে যোগাযোগ করে রঞ্জিত।

Nadia News : বিদ্যুতের তার জড়ানো অবস্থায় উদ্ধার নিথর দেহ, যুবকের রহস্যমৃত্যু শান্তিপুরে
ওই দিন গৃহবধূ মাঠে ছাগল চরাতে গেলে ওই যুবক সেখানে পৌঁছে যায়। বেশকিছুক্ষণ তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর আচমকা পূর্ণিমার গলা টিপে ধরে রঞ্জিত। মাঠের পাশে অজ্ঞান হয়ে যান গৃহবধূ। পরে মৃত্যু নিশ্চিত করতে পূর্ণিমার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। শুক্রবার সকালে মৃতার স্বামী সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে ওই যুবককে গ্রেপ্তার করে সাঁকরাইল থানার পুলিশ।

ঝাড়গ্রামের ডেপুটি পুলিশ সুপার সব্যসাচী ঘোষ বলেন, “ফোনের সূত্র ধরে ওই যুবককে গ্রেফতার করা হয়। প্রথমে ওই যুবক গোটা বিষয়টি অস্বীকার করে। পরে জেরার মুখে ভেঙে পড়ে গোটা ঘটনা সে স্বীকার করেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *