উড়ানপথে কলকাতায় আসছিলেন এক বৃদ্ধ। মাঝআকাশে অসুস্থ হওয়ার পর বিমানবন্দর লাগোয়া একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই বিমানযাত্রীর।

হাইলাইটস
- চিকিৎসা করাতে আগরতলা থেকে উড়ানপথে কলকাতায় আসছিলেন এক প্রবীণ।
- মাঝআকাশে হঠাৎই অসুস্থ হয়ে যান তিনি।
- বিমানবন্দরে অবতরণের পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দর লাগোয়া একটি হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় ওই বিমানযাত্রীর।
বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন। এদিন সকালে তিনি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে আগরতলা থেকে কলকাতায় আসছিলেন চিকিৎসার জন্য। বিমানযাত্রার মধ্যেই হঠাৎ প্রবল পেটব্যথা অনুভব করেন তিনি। বিমানের পাইলট খবর পেয়ে এটিসিকে সমস্ত তথ্য জানায়। দ্রুত কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে ওই যাত্রীকে বিমানবন্দর লাগোয়া একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ