Kolkata Rain : রাতের শহরে চিটেফোঁটা বৃষ্টি, ভ্যাপসা গরমে খানিক স্বস্তি দিল ঝোড়ো হাওয়া – kolkata witness light rainfall on saturday night along with gusty winds


অবশেষে তপ্ত শহরে বৃষ্টির ফোঁটা। তবে স্বস্তি মিলল না। আবহাওয়া দফতরের পূর্বাভাস মোতাবেক শনি রাতে ভিজল কলকাতা। যদিও চিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হল শহরবাসীকে। বোনাস হিসেবে মিলল ঝোড়ো হাওয়া। গত প্রায় ১০ দিন ধরে তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল তিলোত্তমাবাসীর। একফোঁটা বৃষ্টির জন্য কার্যত চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন সকলে। হাওয়া অফিসের পূর্বাভাসে আশায় বুক বেঁধেছিলেন শহরের মানুষ। কিন্তু, বৃষ্টি হয়েও মিলল না স্বস্তি। তবে ভ্যাপসা, হাসফাঁস গরম থেকে খানিক রেহাই দিল দমকা হাওয়া।

Kolkata Weather Rainfall : কলকাতায় বৃষ্টি কি তবে মরীচিকা? আবহাওয়া দফতরের আপডেটে বড় বদলের ইঙ্গিত
এদিন রাত ১০টার পর দক্ষিণ কলকাতার একাধিক অংশে বৃষ্টি শুরু হয়। যদিও ঝেঁপে বৃষ্টির জন্য অপেক্ষাই সার। চিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয় শহরবাসীকে। ভিজেছে উত্তর কলকাতার কিছু অংশও। শহরতলীতেও একাধিক এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়েছে কলকাতায়। ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে শহর ও আশপাশের এলাকায়। কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও।

Kolkata Rainfall Forecast : ‘লাভ ইউ বাট অ্যাজ ফ্রেন্ড!’ আবহাওয়ার মুড স্যুইংয়ে বৃষ্টির অপেক্ষায় মিমে মেতে শহরবাসী
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও শহরে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল সকাল থেকেই। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর। রবিবার থেকে গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তাপপ্রবাহ থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Weather Update Today : অবশেষে স্বস্তির বৃষ্টি! শনিবার ভিজবে একাধিক জেলা
রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। তারই যেন ইঙ্গিত মিলল শনিবার রাতের এই ওয়েদার চেঞ্জে।

West Bengal Rain : আর মাত্র কয়েক ঘণ্টা! কলকাতা সহ ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ইতিমধ্যেই শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Rainfall Forecast: আজই বৃষ্টি ৬ জেলায়! ভিজবে কোন কোন এলাকা?
এই মুহূর্তে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখাও তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর অন্যদিকে উত্তর পশ্চিমের শুকনো বাতাস এবং গরম বাতাসের সংস্পর্শে বা সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তার জেরেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে আর সেই কারণেই বৃষ্টি পার্বত্য এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *