এদিন রাত ১০টার পর দক্ষিণ কলকাতার একাধিক অংশে বৃষ্টি শুরু হয়। যদিও ঝেঁপে বৃষ্টির জন্য অপেক্ষাই সার। চিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয় শহরবাসীকে। ভিজেছে উত্তর কলকাতার কিছু অংশও। শহরতলীতেও একাধিক এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়েছে কলকাতায়। ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে শহর ও আশপাশের এলাকায়। কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও শহরে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল সকাল থেকেই। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর। রবিবার থেকে গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তাপপ্রবাহ থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। তারই যেন ইঙ্গিত মিলল শনিবার রাতের এই ওয়েদার চেঞ্জে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ইতিমধ্যেই শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
এই মুহূর্তে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখাও তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর অন্যদিকে উত্তর পশ্চিমের শুকনো বাতাস এবং গরম বাতাসের সংস্পর্শে বা সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তার জেরেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে আর সেই কারণেই বৃষ্টি পার্বত্য এলাকায়।

 
                     
                     Kolkata Weather Rainfall : কলকাতায় বৃষ্টি কি তবে মরীচিকা? আবহাওয়া দফতরের আপডেটে বড় বদলের ইঙ্গিত
Kolkata Weather Rainfall : কলকাতায় বৃষ্টি কি তবে মরীচিকা? আবহাওয়া দফতরের আপডেটে বড় বদলের ইঙ্গিত