Kunal Ghosh : এমপি ল্যাডে টাকা দিয়েও ঊহ্য, কুণালে বিদ্ধ গৌতম – claimed to have paid more than 61 lakh rupees for the inauguration of second furnace at kiranchandra shmshanghat in siliguri there is no mention of kunal ghosh


এই সময়, কলকাতা ও শিলিগুড়ি:তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের কড়া চিঠি হাতে পেয়েই ফলকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন দলীয় সতীর্থ, শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের কিরণচন্দ্র শ্মশানঘাটে দ্বিতীয় চুল্লির উদ্বোধন হয়েছে দিন চারেক আগে। ফেসবুকে সেই উদ্বোধনের ছবি শেয়ার করেছিলেন শিলিগুড়ির মেয়র।

West Bengal DA News : হিন্দু মহাসভার আশ্রয়ে DA আন্দোলনকারীরা! লাখ লাখ টাকার রশিদ দেখিয়ে সরব কুণাল
শিলিগুড়ি পুরনিগমের টাকাতেই ওই চুল্লি হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন গৌতম। এর পরেই তাঁকে কড়া চিঠি লেখেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। চিঠিতে তিনি উল্লেখ করেন, ওই চুল্লি নির্মাণের জন্যে নিজের সাংসদ তহবিল থেকে ৬১ লক্ষ টাকারও বেশি তিনি দিয়েছিলেন। অথচ তার কোনও উল্লেখ নেই। ফলকেও নয়। যদিও নিয়ম অনুযায়ী, সাংসদ তহবিলের টাকা কোনও প্রকল্পে ব্যবহার করলে সংশ্লিষ্ট সাংসদের নাম উল্লেখ করা প্রয়োজন।

Seuli Saha On Mukul Roy :‘কোনও যোগাযোগ ছিল না’, মুকুল সংস্রব এড়ালেন একদা ঘনিষ্ঠ শিউলি
কুণাল চিঠিতে লেখেন, ‘আমি উত্তরবঙ্গে ভোটে দাঁড়াতে যাব না। কিন্তু রাজ্যসভার সাংসদ হিসেবে উত্তরবঙ্গের জন্য কী কী কাজ করেছিলাম, তা জানার অধিকার সেখানকার মানুষের আছে।’ জানা গিয়েছে, উদ্বোধনের ফলকে শুধু গৌতম দেবের নাম রয়েছে, তা অবিলম্বে খুলে ফেলার কথাও মেয়রকে বলেন কুণাল।

তাৎপর্যপূর্ণ হলো, ২০১৮ সালে শিলিগুড়ির তৎকালীন মেয়র, সিপিএম নেতা অশোক ভট্টাচার্য কিরণচন্দ্র শ্মশানঘাটে দ্বিতীয় চুল্লি তৈরির জন্যে কুণালের কাছে অর্থ সাহায্য চেয়েছিলেন। তাতে সাড়া দিয়েই ৬১ লক্ষেরও বেশি টাকা ওই প্রকল্পে দেন কুণাল। সৌজন্য রক্ষা করে শিলান্যাস অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণও জানিয়েছিলেন অশোক।

Abhishek Banerjee : এখনই অভিষেককে জিজ্ঞাসাবাদ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
কিন্তু সেই চুল্লির উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল পরিচালিত বর্তমান পুরনিগম কুণালকে আমন্ত্রণও জানায়নি। ফলকেও তাঁর নাম রাখেনি। এ প্রসঙ্গে কুণাল বলেন, ‘আমি চিঠি লিখেছি, এটা ঠিক। নিজের সাংসদ তহবিল থেকে চুল্লি তৈরির জন্যে টাকা দিয়েছিলাম। আরও এক সাংসদ অর্থ সাহায্য করেছিলেন। আমাদের নাম ফলকে থাকা উচিত ছিল। গৌতমবাবুর সঙ্গে কথা হয়েছে। কোনও ভুল বোঝাবুঝি নেই।’

Suvendu Adhikari Mamata Banerjee: ‘সব ফাঁস করব…’, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর, পালটা চিঠি তৃণমূলের
কুণালের বার্তা পাওয়ার পরেই অবশ্য গৌতম জানিয়ে দেন, চুল্লির কাজ পুরোপুরি শেষ হলে ফলকে নাম বদলে দেওয়া হবে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে কুণালকে ফোন করে অনিচ্ছাকৃত এই ত্রুটির কথা স্বীকারও করে নেন গৌতম। তাঁর কথায়, ‘যখন কিরণচন্দ্র শ্মশানঘাটের চুল্লি উদ্বোধন হয় তখন বরাদ্দের বিষয়টা আমার জানা ছিল না। পরে কুণাল ঘোষের সঙ্গে আমার কথা হয়। এখনও শ্মশানঘাটে কাজ চলছে। কাজটা শেষ হলে ভালো করে উদ্বোধন হবে। তখন ফলকটা বদলে দেব। কুণাল ঘোষকে চিঠি দিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়াও হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *