ঠিক কী বলেছেনমমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থেকে ইদের শুভেচ্ছা বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “আমরা অশান্তি চাই না। শান্তি চাই। আমরা দেশকে ভাগ করতে চাই না। প্রয়োজনে জীবন দিয়ে দেব। কিন্তু দেশকে ভাগ হতে দেব না। শান্তিতে থাকুন। কারও প্ররোচনামূলক কথা শুনবেন না।”
মমতা বন্দ্যোপাধ্যায়েরসংযোজন, “আমাকে গদ্দারের সঙ্গে লড়াই করতে হয়। আমাকে এজেন্সির সঙ্গে লড়াই করতে হয়, আমাকে টাকা পাওয়ার জন্য লড়াই করতে হয়। আমি লড়াই করব। কিন্তু, মাথা নত করব না।”
তিনি আরও বলেন, “ কিছু মানুষ BJPর থেকে টাকা দিয়ে বলেছিল ওরা বলেছিল মুসলিম ভোট ভেঙে দেবে। আমরা বলেছিলাম হিম্মত থাকলে ভেঙে দেখাও। এক বছরে দেশের সরকার নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে। ফায়সালা করুন। ২৪-এর নির্বাচনে যাঁরা বাইরে রয়েছে তাঁদেরও ভোটদানের জন্য আহ্বান করছি। ভোটদান করুন। কারণ গণতন্ত্র চলে গেলে সব চলে যাবে।”
পাশাপাশি সংবিধান এবং ইতিহাস বদল করার চেষ্টা করা হচ্ছে বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। NRC প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনওভাবেইNRCহতে দেব না। স্পষ্ট বলে দিয়েছি।ভরসা রাখুন। আমরা লড়াই করব। আমরা সাহসের সঙ্গে কাজ করব। ভয় পাব না।” বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া প্রসঙ্গেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee: ‘প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’, শুভেন্দুকে পাল্টা মমতার
যোগীরাজ্যের প্রশাসন নিয়েও কটাক্ষের সুর শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, “বাংলা উত্তরপ্রদেশ নয়। সেখানে সবসময় মারধর করা হয়। বিলকিসের ঘটনায় সকলকে ছেড়ে দিল।” এদিন BJP-র বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের জন্য আহ্বান জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আল্লাহর কাছে আবেদন, ওদের দাদাগিরি বন্ধ করুন।”
এদিকে তাঁর মন্তব্যের পালটা সরব হয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমে দাবি করেছেন, কোনও সংবিধান বদল করা হয়নি। তাঁর কথায়, “বিভাজনের রাজনীতির চূড়ান্ত উদাহরণ এই মন্তব্য। এর বিরুদ্ধে সংগবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”