প্রায় এক মাসের রোজা শেষে শুক্রবার রাতে চাঁদের দেখা পাওয়া গেছে রাতের আকাশে। কিন্তু মুম্বইতে (Mumbai) দিনের ঝলমলে আকাশেও এক চাঁদের দেখা মেলে বছরের কয়েকটি বিশেষ দিনে। সেই চাঁদের নাম শাহরুখ খান। ইদের দুপুরে সেই কিং খান যখন মন্নতের (Mannat) ব্যালকনিতে এসে দাঁড়ালেন, তখন থমকে গেল গোটা বান্দ্রা (Bandra)। ভক্তের ঢেউ হার মানাবে আরব সাগরের ঢেউকেও।