Shah Rukh Khan Video: শহর যখন থমকে দাঁড়ায়, মন্নতে তখন চাঁদ দেখা যায় – fans gather in front of mannat house on the ocassion of eid to see shah rukh khan


Embed

প্রায় এক মাসের রোজা শেষে শুক্রবার রাতে চাঁদের দেখা পাওয়া গেছে রাতের আকাশে। কিন্তু মুম্বইতে (Mumbai) দিনের ঝলমলে আকাশেও এক চাঁদের দেখা মেলে বছরের কয়েকটি বিশেষ দিনে। সেই চাঁদের নাম শাহরুখ খান। ইদের দুপুরে সেই কিং খান যখন মন্নতের (Mannat) ব্যালকনিতে এসে দাঁড়ালেন, তখন থমকে গেল গোটা বান্দ্রা (Bandra)। ভক্তের ঢেউ হার মানাবে আরব সাগরের ঢেউকেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *