Sujata Mondal News : ‘মদ খেতে রাতে বাড়ি ঢুকত’, সৌমিত্রের কটাক্ষ নিয়ে কী প্রতিক্রিয়া সুজাতার হবু জীবনসঙ্গীর? – sujata mondal give reply on ex husband saumitra khan allegations


বাঁকুড়ার ইন্দাসের সভা থেকে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ তুলেছিলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ। এবার তাঁর মন্তব্যের পালটা সরব হলেন সুজাতা। তাঁর তৃণমূলে যোগদানের পর সংবাদ মাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন সৌমিত্র খাঁ। সেই প্রসঙ্গ টেনে সুজাতার প্রশ্ন, “তখন বাড়ি লক্ষ্মী বলতেন। ডিভোর্সের পর পালটি কেন?”

ঠিক কী বলেছেন সুজাতা মণ্ডল?
এই তৃণমূল নেত্রী বলেন, “ওর খাবার ছাড়া দিন কেটে যায়। কিন্তু, মদ ছাড়া দিন কাটে না। ও প্রতি রাতে মদ খেয়ে এসে আমার উপর মানসিক, শারীরিক অত্যাচার করত। ওর ঘর না ছাড়লে আমি বেঁচে থাকতাম না।”

Sujata Mondal News : ‘মদ খেয়ে রাত দেড়টার সময় ঘরে ফিরত’, প্রকাশ্যে প্রাক্তন স্ত্রী সুজাতার ‘চরিত্র হনন’ সৌমিত্রর
তিনি আরও বলেন, “২০২০ সালে ২১ ডিসেম্বর তিনি কেন কেঁদে বলেছিলেন আমি তাঁর বাড়ির লক্ষ্মী। সেদিন তিনি সত্যি বলেছিলেন। আজ তিনি মিথ্যে কথা বলে আমার চরিত্র কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। আমার মদের প্রতি কোনও আসক্তি নেই। আর সত্যি যদি আমার মদে আসক্তি থাকত সেক্ষেত্রে এতদিন কেন বলেননি! কেন ডিভোর্সের পর এই মিথ্যেকথা বলছেন!”

Sujata Mondal : ‘কামড়ে দিতে পারে…ওর জন্য চিন্তা হয়’, সৌমিত্রকে নিয়ে সুজাতা
সুজাতা আরও জানান, ৩ ফেব্রুয়ারি তাঁর এবংসৌমিত্র মণ্ডলের বিবাহবিচ্ছেদ হয়েছে। সার্টিফিকেটও পেয়ে গিয়েছেন তিনি। এই তৃণমূল নেত্রীর কথায়, “চরম হতাশায়, আতঙ্কে রয়েছেন সৌমিত্র। ২০১৯-এর আগে তাঁকে কেউ চিনত না তাঁর পরিচিতিই সুজাতা মণ্ডলের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। এখনও ওকে আমার নাম নিয়ে ওকে প্রচারে ভেসে থাকতে হচ্ছে।”

উল্লেখ্য, ইতিমধ্যেই সুজাতা জানিয়েছেন নতুন জীবনে পা রাখতে চলেছেন তিনি। মনের মানুষও পেয়ে গিয়েছেন। যদিও তাঁর নাম সামনে আনেননি সুজাতা মণ্ডল। সৌমিত্রের এই মন্তব্যে কতটা প্রভাব পড়েছে সুজাতা মণ্ডলের বর্তমান ব্যক্তিগত জীবনে?

Sujata Mondal : বৈশাখেই শুভ লগ্ন! সুজাতা মণ্ডলের বিয়ের মেন্যুতে বিশেষ চমক
সুজাতার কথায়, “আমার জীবনে কোনও ধাপার মাঠ নেই যেখানে আবর্জনা হিসেবে আমি ওকে স্থান দিতে পারি। আমার জীবনে যিনি রয়েছেন তিনি আমার সবটুকু নিয়ে আমাকে গ্রহণ করবেন। ওই বিষাক্ত অতীতটাকে বাদ রেখে আমাকে তিনি জীবনের অংশ বানাবেন।”

উল্লেখ্য, বঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্বসৌমিত্র খাঁএবং সুজাতা মণ্ডল। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন সুজাতা মণ্ডল। সেই সময় কার্যত চোখের জলে ভেসেছিলেন সৌমিত্র। এরপর তাঁদের সম্পর্কে ধীরে ধীরে তিক্ততা আসে। বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।

Sujata Mondal: ‘স্ত্রীর কর্তব্য করার জন্যে রাস্তায় নেমেছিলাম’, অকপট সুজাতা

Saumitra Sujata : ‘রাত ৩টেতে ওর অত্যাচারে…’, স্বামী সৌমিত্রর বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা
সম্প্রতি সৌমিত্র একটি জনসভায় দাবি করেছিলেন, তিনি দিল্লি বা কলকাতায় গেলে সুজাতা মদ্যপান করে রাত্রি ১টা, দেড়টা নাগাদ বাড়ি ফিরতেন। এরই পালটা সরব হয়েছেন সুজাতাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *