West Bengal Tourism : ইদে সুখবর, বেঙ্গল সাফারি পার্কে এল নতুন সদস্য! দেখার জন্য ব্যাকুল পর্যটকরা – himalyan black bear born in siliguri bengal safari park


West Bengal Local News: ইদের দিন সুখবর। উত্তরবঙ্গে ফের এক নতুন সদস্যের আগমন। রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার শিলিগুড়িতে জন্ম নিল হিমলয়ান ব্ল্যাক বিয়ার। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ফুর্বু নামে হিমালয়ান ব্ল্যাক বিয়ারটি এক শাবকের জন্ম দিয়েছে।বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, গত মার্চ মাসেই নতুন শাবকের জন্ম হয়। যদিও মা ও সন্তানের সুরক্ষার কথা ভেবে এতোদিন এই খবর গোপন রাখা হয়েছিল। ব্ল্যাক বিয়ার শাবকের মা ফুর্বু ও বাবা ধ্রুব। এই দুটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার এক সময় দার্জিলিঙের চিড়িয়াখানায় ছিল। সেখান থেকে তাদের বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়। জেনিফার নামে আরও একটি ব্ল্যাক বিয়ার বেঙ্গল সাফারি পার্কে রয়েছে।

Jaldapara Elephant Safari : মাহুতদের কর্মবিরতির জেরে জলদাপাড়ায় বন্ধ হাতি সাফারি, হতাশ পর্যটকরা
বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ভাল্লুক শাবকটির লিঙ্গ এখনও নির্ধারণ করা হয়নি। কর্তৃপক্ষের মতে, লিঙ্গ নির্ধারণে আরও কিছুদিন সময় লাগবে। যেহেতু মা ফুর্বু এখনও সদ্যোজাত শাবককে কাছ ছাড়া করছে না সেকারণে লিঙ্গ নির্ধারণ করা যায়নি।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এখনও শাবকটির চোখ ফোটেনি। তবে বেঙ্গল সাফারি পার্কের আধিকারিকদের দাবি মা ও শাবক দুইজনই সুস্থ রয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল শাবকের জন্ম হয়েছে। যা নিয়ে স্বাভাবিক ভাবেই খুশি বেঙ্গল সাফারি পার্ক (Siliguri Bengal Safari Park) কর্তৃপক্ষ।

Ballavpur Deer Park : গরমে প্রাণ ওষ্ঠাগত, হরিণদের খাদ্য তালিকায় জুড়লো ORS-গ্লুকোজ
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার এই প্রসঙ্গে বলেন, “মা ও সন্তান দুইজনই সুস্থ রয়েছে। কিছুদিন পর লিঙ্গ নির্ধারণ করা হবে ভাল্লুক শাবকটির। তবে এখনও অযথা পার্কের কোনও কর্মীকে ফুর্বুর এনক্লোজারের সামনে যেতে মানা করেছে। কোনওভাবেই যেন তাদের বিরক্ত না করা হয় তা বিশেষ নজর দেওয়া হচ্ছে।”

সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আপাতত ফুর্বুকে দেখতে পারবেন না দর্শকেরা। মা ও সন্তানকে এনক্লোজারেই রাখা হয়েছে। সেখানেই তারা দিব্যি রয়েছে। গরমে যাতে কোনওরকম কষ্ট না হয় সেটাও দেখা হচ্ছে। পার্কের পশু চিকিৎসক নিয়মিত তাঁকে দেখভাল করছেন বলে জানা গিয়েছে।

Alipore Zoo : নতুন সাজে ‘ভার্চুয়াল সাফারি’ ফেরাবে আলিপুর চিড়িয়াখানা
কিছুদিন আগে পার্ক পরিদর্শনে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “আগামীতে সাফারি পার্কে জেব্রা, জলহস্তি আনার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ করবে। এছাড়াও সিংহও আনা হবে সাফারি পার্কে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *