বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ভাল্লুক শাবকটির লিঙ্গ এখনও নির্ধারণ করা হয়নি। কর্তৃপক্ষের মতে, লিঙ্গ নির্ধারণে আরও কিছুদিন সময় লাগবে। যেহেতু মা ফুর্বু এখনও সদ্যোজাত শাবককে কাছ ছাড়া করছে না সেকারণে লিঙ্গ নির্ধারণ করা যায়নি।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এখনও শাবকটির চোখ ফোটেনি। তবে বেঙ্গল সাফারি পার্কের আধিকারিকদের দাবি মা ও শাবক দুইজনই সুস্থ রয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল শাবকের জন্ম হয়েছে। যা নিয়ে স্বাভাবিক ভাবেই খুশি বেঙ্গল সাফারি পার্ক (Siliguri Bengal Safari Park) কর্তৃপক্ষ।
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার এই প্রসঙ্গে বলেন, “মা ও সন্তান দুইজনই সুস্থ রয়েছে। কিছুদিন পর লিঙ্গ নির্ধারণ করা হবে ভাল্লুক শাবকটির। তবে এখনও অযথা পার্কের কোনও কর্মীকে ফুর্বুর এনক্লোজারের সামনে যেতে মানা করেছে। কোনওভাবেই যেন তাদের বিরক্ত না করা হয় তা বিশেষ নজর দেওয়া হচ্ছে।”
সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আপাতত ফুর্বুকে দেখতে পারবেন না দর্শকেরা। মা ও সন্তানকে এনক্লোজারেই রাখা হয়েছে। সেখানেই তারা দিব্যি রয়েছে। গরমে যাতে কোনওরকম কষ্ট না হয় সেটাও দেখা হচ্ছে। পার্কের পশু চিকিৎসক নিয়মিত তাঁকে দেখভাল করছেন বলে জানা গিয়েছে।
কিছুদিন আগে পার্ক পরিদর্শনে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “আগামীতে সাফারি পার্কে জেব্রা, জলহস্তি আনার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ করবে। এছাড়াও সিংহও আনা হবে সাফারি পার্কে।”