জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: জমিয়ে প্রচার, পরিচিত মুখের ভিড়, ইদের আবহে মুক্তি, এতকিছু সত্ত্বেও বক্স অফিসে তেমন আশার আলো দেখতে পাচ্ছে না ভাইজানের নতুন ছবি। ২১ এপ্রিল মুক্তি পেয়েছে অভিনেতা সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা দিলেন ভাইজান। আশা করা হয়েছিল যে শনিবার ছবিটি সত্যিই ভালো ভাবে লাভ করবে। শনিবার ছবিটি ১৫.৮১ কোটি আয় করেছে। প্রথম দিনে বিশেষ লাভ করতে পারেনি ছবিটি। এমনকী রিভিউও তেমন ভাল পায়নি । তা সত্ত্বেও দ্বিতীয় দিনে বেশ খানিকটা উন্নতি দেখা গেল।
আরও পড়ুন: Actor Death: হাতে কাজ নেই! ৩৫ বছর বয়সেই আত্মহত্যা ছোটপর্দার জনপ্রিয় অভিনেতার…
চলতি বছরের অন্যতম বিগ বাজেটের এই ছবি। অগ্রিম টিকিট বুকিং চলেছে । অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তা ঘোষণা করেন। কিন্তু হিসেব বলছে, সলমন খানের ‘বিগ বাজেট’ ছবি হওয়া সত্ত্বেও টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ তেমন আশানুরূপ নয়। বুধবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত এই ছবি তিনটি জাতীয় মাল্টিপ্লেক্সে ২৩ হাজার টিকিট বিক্রি করতে পেরেছে।
শনিবার এই ছবি ২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। যার অর্থ ছবির প্রথম ২ দিনে মোট আয় করেছে ৪১.৫৬ কোটি টাকা। ছবির টিকিটের দাম একেবারে কম রাখা হয়েছে। আজ, রবিবার কেমন ব্যবসা করবে এই ছবি এখন সেটাই দেখার। তাছাড়া আগামী সপ্তাহেও কেমন লাভ করবে এই ছবি বক্স অফিসে সেই দিকে তাকিয়ে সকলে। এই সপ্তাহে আয় করেছে ৭০ কোটি। আশা করা যাচ্ছে ফরহাদ সামজি পরিচালিত এই ছবিটি রবিবার ৩০ কোটি টাকা আয় করবে। এই ছবিতে সলমানের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।