Kaliaganj News : কালিয়াগঞ্জে ধর্ষণের ঘটনায় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, রাজ্য সরকারকে নিশানা কমিশনের চেয়ারপার্সনের – priyank kanoongo criticized west bengal government for kaimganj murder case issue


West Bengal News : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ইস্যুতে এবার সোজাসুজি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াংক কানুনগো। এদিন তিনি বলেন, “একজন অযোগ্য মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি রক্ষার জন্য অযোগ্য সরকারের আচরণ নিয়ে কাজ করা কোনও অযোগ্য সংস্থার বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।” রাজ্য শিশু সুরক্ষা কমিশন প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি এই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে।

Kaliaganj Conflict : এখনও থমথমে কালিয়াগঞ্জ, মৃত কিশোরীর বাড়িতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা
এছাড়াও প্রিয়াংক কানুনগো বলেন, “আজ সকালে গিয়ে মৃতার বাড়ির লোক, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি ও রেকর্ড করেছি। দুদিন আগেই এই কেসের যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন ও যে ডাক্তার পোস্টমর্টেম করেছে, পাশাপাশি এই কেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দেখা করার কথা জানিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত তারা কেউ দেখা করেননি। অপেক্ষা করছি। তাদের সঙ্গে কথা বলে তারপরেই আপনাদের বাকি সব জানাতে পারব।”

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াংক কানুনগো রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “পুলিশ এখনও মৃতার পরিবারের লোকের বয়ান নেয়নি। সেটা পরিবারের লোকেরাই আমাকে জানিয়েছেন। পরিবারের লোকজনের বয়ান না নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো প্রশাসনের পক্ষে ঠিক না।”

Kaliaganj Rape Case : ‘১৪৪ ধারা ভাঙা হয়েছে…’, কালিয়াগঞ্জ কাণ্ডে NCPCR-কে নিশানা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের
উল্লেখ্য,কালিয়াগঞ্জে কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো তপ্ত রাজ্য রাজনীতি। একটি মৃত্যুর ঘটনা আজ জায়গা করে নিয়েছে জাতীয় স্তরে। রবিবার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা ছুটে যান মৃতা কিশোরীর বাড়ি। কমিশনের সদস্যরা কথা বলেন মৃতার পরিবারের সঙ্গে।

শনিবারের পর রবিবারও মৃত্যুর রহস্য উন্মোচনে CBI তদন্তের দাবিতে অনঢ় রয়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের দাবী, রাজ্য পুলিশ ঠিক মতো তদন্ত করছে না। তাই তারা CBI তদন্তের দাবী জানাচ্ছেন। যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায়।

Kaliaganj Rape Case : ‘শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি!’ কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিটির টুইট তরজা
মল্লিকা বর্মন নামে মৃতার আত্মীয় বলেন, “রাজ্য পুলিশ রিপোর্টের মধ্যে আত্মহত্যার উল্লেখ করেছে। এটা আমরা মানব না। এটা পুরোপুরি মিথ্যে। যে ছেলেটা এই কাণ্ড ঘটিয়েছে, তাঁর কঠোর শাস্তি চাই। ওর সঙ্গে আরও যে যে সহায়তা করেছে, সবার শাস্তি চাই। এই কাজ রাজ্য পুলিশকে দিয়ে হবে না। তাই আমরা CBI তদন্তের দাবি জানিয়ে দিয়েছি। আজ সকালে কমিশনের যে যে সদস্যরা দেখা করতে এসেছিলেন, আমরা তাঁদের এসব ঘটনা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *