Mahesh Rath Yatra 2023 : চন্দনযাত্রা দিয়ে মাহেশের রথযাত্রার সূচনা, নেমেছে ভক্তের ঢল – chandan yatra utsav started at hooghly mahesh on akshaya tritiya


Rath Yatra 2023 : নীলাচলে আজ থেকে শুরু হয় জগন্নাথ দেবের রথ তৈরীর কাজ, আর মাহেশে সূচনা হয় চন্দন যাত্রা উৎসবের। আজ থেকে আগামি ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন। তারপর হবে স্নান যাত্রা উৎসব। বলা যায়, চন্দন যাত্রা দিয়ে আজ থেকে মাহেশে রথযাত্রারও সূচনা হয়ে গেল।

Nabadwip Mayapur: দহন দিনে ভগবানের ভোগে সুক্তো থেকে আমের টক, হালকা সুতির পোশাক রাধা গোবিন্দ-মহাপ্রভুর
চন্দন যাত্রায় মাহেশ জগন্নাথ মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় লেগে রয়েছে। মন্দিরের গর্ভগৃহের দ্বার খোলার পর শুরু হয় চন্দন যাত্রা উৎসব। মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত জগন্নাথ মন্দির সেবা ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী জানান, “অক্ষয় তৃতীয়া হল একটি অত্যন্ত শুভ দিন। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব দিবস। অক্ষয় তৃতীয়াতেই জগন্নাথের চন্দন যাত্রা উৎসব হয়। ৬২৭ বছর ধরে দারু কাঠের জগন্নাথ মূর্তি একই রকম রয়েছে। কোনও ক্ষয় নেই। এটাই মাহেশ জগন্নাথের মাহাত্ম্য।”

বিয়াল্লিশ দিন পর মাহেশ স্নান পিড়ির মাঠে হবে স্নান যাত্রা উৎসব। ঘড়া ঘড়া গঙ্গা জল আর দেড় মন দুধ দিয়ে স্নান করানো হবে জগন্নাথ দেবকে। রীতি অনুযায়ী স্নান করে কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ দেবের। কম্বল মুরি দিয়ে শুয়ে থাকেন তাই দু-সপ্তাহ মন্দিরের দরজা বন্ধ থাকে। ভক্তদের দেখা দেন না। কবিরাজের পাচন খেয়ে জ্বর সারলে মন্দিরের দরজা খোলে।

Char Dham Yatra 2023: অক্ষয়তৃতীয়াতে খুলল যমুনোত্রীর দরজা, চার ধাম যাত্রা শুরু
রথে চেপে বলরাম শুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ। যুগ যুগ ধরে সেই রীতি মেনে রথযাত্রা উৎসব হয়ে আসছে মাহেশে। এই বছর রথযাত্রা ২০ জুন। কথিত আছে, অক্ষয় তৃতীয়ার দিন নাকি জগন্নাথ দেব রাজা ইন্দ্রচন্দ্রকে স্বপ্নাদেশ দিয়েছিলেন তার সারা গায়ে চন্দনের প্রলেপ দেওয়ার।

সেই থেকেই প্রতি বছর এই দিনে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো, হুগলির মাহেশের জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে কপালে চন্দনের পট্টি পড়ানো হয়। ইতিহাস অনুযায়ী, রাজা ইন্দ্রচন্দ্রকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়ে বলেন, গরম থেকে রেহাই পাওয়ার জন্য তাকে চন্দন মাখিয়ে দিতে।

Akshaya Tritiya: এদিন থেকেই শুরু হয়েছিল মহাভারত রচনা, জেনে নিন অক্ষয় তৃতীয়ার ৫ অসাধারণ বৈশিষ্ট্য
এর ঠিক ৪২ দিন বাদে রাজার কাছে আবার স্বপ্নাদেশ আসে এবং ঠাকুর বলেন, চন্দনের জন্য তার মাথা ধরে গিয়েছে, তাই তাঁকে স্নান করাতে হবে। ঠাকুরের আদেশ অনুযায়ী রাজা ১০৮ টি কলসির জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করান। সেই থেকেই চন্দন যাত্রার ৪৫ দিন বাদে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *