Mandakini Mamata Banerjee : ‘এত সুন্দর ব্যবস্থা করছেন’, বঙ্গে এসে মমতা-বন্দনা জনপ্রিয় বলি অভিনেত্রীর – bollywood actress mandakini praises cm mamata banerjee for development


শনিবার গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও পালিত হয়েছে খুশির ইদ। এই বিশেষ দিনে বর্ধমান পুরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলার প্রদীপ রহমানের উদ্যোগে আয়োজিত ‘সম্প্রীতির শোভাযাত্রা’-য় অংশগ্রহণ করেন বিখ্যাত বলিউড অভিনেত্রী মন্দাকিনী। তাঁর অভিনীত ‘রাম তেরি গঙ্গা ময়লি’ (Ram Teri Ganga Maili) ছবিটি আজও দর্শক ভুলে যাননি।

পবিত্র ইদের অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় বলিউড অভিনেত্রীর মুখে। হুড খোলা জিপে চেপে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মন্দাকিনী। শোভাযাত্রাটি গোলাহাট থেকে বিসি রোড হয়ে কার্জনগেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় মন্দাকিনী ছাড়া সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার কাউন্সিলার প্রদীপ রহমানও।

Suvendu Adhikari : ‘ইদের অনুষ্ঠানকে বিষাক্ত করেছেন’, মমতার বক্তব্যকে হাতিয়ার করে তোপ শুভেন্দুর
এক সময় বি-টাউনে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অভিনেত্রী। রাম তেরি গঙ্গা ময়লি ছবিতে তাঁর সাহসী অভিনয় নিয়ে গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছিল। এদিন মন্দাকিনী ওরফে ইয়াসমিন জোসেফর বর্ধমান সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সাহসী নায়িকাকে দেখতে রীতিমতো রাস্তায় ঢল নামে সাধারণ মানুষের। কোথাও যাতে কোনও অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেই জন্য ব্যাপক পুলিশও মোতায়েন করা হয়।

Mamata Banerjee : রাজ্যে ফিরে ভোটটা দিন, বার্তা মমতার
শোভাযাত্রা চলকালীন মন্দাকিনী বলেন, “আমাকে এখানে ডাকার জন্য স্থানীয় বিধায়ক ও এলাকার কাউন্সিলরকে ধন্যবাদ জানাই। আর সব থেকে বড় কথা এখান মাননীয় মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়যেভাবে সব কিছুকে ঠিক করে রেখেছেন, তা প্রশংসার যোগ্য। এখানে সাধারণ মানুষের কোনও সমস্যাই হয় না। আমি ওনাকে অনেক অনেক শুভ কামনা জানাই। এখানে এসে আমার খুব ভালো লেগেছে।”

শোভাযাত্রা শেষে ইদের আরও একটি অনুষ্ঠানে যোগ দেন বলিউড অভিনেত্রী।সেখানে সাধারণ মানুষকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মন্দাকিনী বাংলায় কথা বলেন। তিনি বলেন, “আপনাদের সবাইকে ইদের শুভেছ্চা। আপনারা নিশ্চয়ই ভালোভাবে ইদ উদযাপন করছেন। আগামী দিনে আপনাদের ভালো হোক, এই কামনা করি। আমি তোমাকে ভালোবাসি।”

Eid Mubarak Wishes: নমাজ শেষে কোলাকুলি, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া, খুশির ইদের টুকরো ছবি
অন্যদিকে গতকাল রেড রোডে ইদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেখান থেকে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। এদিন ফের একবার এনআরসি প্রসঙ্গে মুখ খুলে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “আবার এনআরসি নিয়ে আলোচনা চলছে। দেশের যেখানেই হোক এখানে আমি কোনওভাবেই এনআরসি চালু করতে দেব না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *