Murshidabad News : নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, ঘরে ফেরা হল না দুই বন্ধুর – one minor girl lost life due to drowning into bhagirathi river in sagardighi


West Bengal News : রবিবার ছুটির দিনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদ জেলায়। ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল পাঁচজন বালক ও বালিকা। এদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও একজনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। অপর একজন এখনও নিখোঁজ রয়েছে।

রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার কাবিলপুরে। নিখোঁজ বালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা টিম ও ডুবুরি। ঘটনাস্থলে রয়েছে সাগরদিঘি থানার পুলিশও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বালিকার নাম সাথী মণ্ডল (১০) ও নিখোঁজ বালকের নাম বিশু মণ্ডল (১০)।

Murshidabad News : গরম থেকে বাঁচতে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি, সামসেরগঞ্জে তলিয়ে গেল ২ যুবক
দুজনেরই বাড়ি সাগরদিঘি থানার সাহেবনগর চাঁইপাড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কাবিলপুর এলাকায় ভাগীরথী নদীতে স্নান করতে নামে ন’জন। ঘাটে বাঁধা একটি নৌকা থেকে তারা ঝাঁপ দিচ্ছিল ভাগীরথীতে। খেয়া পারাপারের ইঞ্জিন চালিত নৌকাটি ছেড়ে যেতেই তার স্রোতে ভেসে যায় পাঁচজন।

বাকিরা পাড়ে ফিরতে পারলেও পাঁচজন জলে হাবুডুব খেতে থাকে। তাদের ডুবতে দেখে এরপর স্থানীয়রা তড়িঘড়ি নদীতে ঝাঁপিয়ে উদ্ধার অভিযানে হাত লাগায়। উদ্ধারকারী দল তিনজন মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু বাকি দুজনের কোনও হদিশ পাওয়া যায়নি।

Ganga River : বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি
এর কিছুক্ষণ পরেই সাথী মণ্ডলের দেহ ভাসতে দেখা যায় ঘাট থেকে কিছুটা দূরে। তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তবে বিশু মণ্ডলকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌছেছে সাগরদিঘি থানার পুলিশ। খবর দেওয়া হয় ডুবুরি টিমকেও।

ডুবুরি টিম ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নিখোঁজ বিশু মণ্ডলের মা যমুনা মণ্ডল শোকার্ত অবস্থায় বলেন, “নদীতে নামতে বারন করেছিলাম। ছেলে শোনেনি। সবার সঙ্গে স্নান করতে এসেছিল। সাঁতার জানত না আমার ছেলে।”

প্রত্যক্ষদর্শী মেহেবুব রহমান এই বিষয়ে বলেন, “পাঁচজনকে তলিয়ে যেতে দেখে কয়েকজন নেমে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একজন এখনও নিখোঁজ হয়ে রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে।”

Nadia Road Accident : কন্টেইনারের পিছনে সজোরে ধাক্কা পিকআপ ভ্যানের, ধুবুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত ১
মেহেবুব আরও বলেন, “এখনও পর্যন্ত প্রশাসনের কোনও আধিকারিক বা কোনও নেতাকে আমরা ঘটনাস্থলে দেখতে পাইনি। প্রাথমিক উদ্ধার কাজ স্থানীয় মানুষরাই করেছেন।ডুবুরি টিম ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা পরে এসে উদ্ধারে হাত লাগিয়েছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *