North Bengal Medical College : সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি! স্কেচের সূত্রে মা-র কোলে নবজাতককে ফেরাল পুলিশ – new born baby theft from north bengal medical college and hospital police arrested one


জন্মের কয়েকদিনের মধ্যেই চুরি হলে গিয়েছিল শিশু। সেই ঘটনা ঘিরে তোলপাড় হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। শেষমেশ মায়ের কোল ফিরে পেল সদ্যোজাত। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রঞ্জিতা সিংহ নামে এক মহিলার সদ্যোজাত পুত্র সন্তান চুরি হয়ে যায়। খাওয়ার সময় এক মহিলা শিশুকে কোলে নিয়েছিল। হঠাৎ শিশু সমেত মহিলা উধাও হয়ে যায়।

সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছিল মাটিগাড়া থানার পুলিশ। এদিকে নিরাপত্তার গাফিলতি নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ শুরু করে বিজেপি।

North Bengal Medical College : ওয়ার্ড থেকে চুরি সদ্যজাত, অচল সিসি ক্যামেরায় প্রশ্ন
অবশেষে শনিবার রাতে চুরি যাওয়া শিশু উদ্ধার করে পুলিশ। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশু চুরির ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মাঝরাতে চোপড়া থেকে নবজাতককে উদ্ধার করে শিলিগুড়ি পৌঁছয় পুলিশ। এরপর শিশুকে মায়ের কোলে দেওয়া হয়। শিশুকে সিক নিউবর্ন কেয়ার ইউনিটে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশের এডিসিপি শুভেন্দ্র কুমার জানিয়েছেন, শিশু চুরিতে জড়িত সন্দেহে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোপড়ার বলরামপুর থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়।

Bankura Murder : ত্রিকোণ প্রেমের বলি! ইদের আগে বাঁকুড়ার কিশোরের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে রহস্য
পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত মহিলার অনেক দিন ধরে বিয়ে হলেও তিনি নিঃসন্তান ছিলেন। সেই কারণে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সে শিশু চুরি করে। গ্রামে ফিরে সে প্রতিবেশীদের জানিয়েছিল তাঁর সন্তান হয়েছে। কিন্তু, তাঁর ব্যবহারে সন্দেহ হয় প্রতিবেশীদের। শনিবার রাতে পুলিশ ওই মহিলার বাড়ি যেতেই গোটা ঘটনা সামনে আসে।

NJP Railway Station : এনজেপি স্টেশনে ধারাল অস্ত্রের কোপ যুবকের! আতঙ্কে কাঁটা পর্যটকরা
হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হাসপাতালের বেশকিছু সিসি ক্যামেরা বিকল অবস্থায় ছিল। সিসি ক্যামেরার ফুটেজে অভিযুক্তের ফুটেজ পাওয়া গেলেও তা অস্পষ্ট ছিল। অভিযুক্তে শনাক্তকরণে স্কেচ আর্টিস্টের সাহায্য নেওয়া হয়। ওই ছবির সূত্রেই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *