জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
এদিকে, একধাক্কায় অনেকটাই কমেছে শহর কলকাতার তাপমাত্রা। ৪০ ডিগ্রি কোঠা থেকে নেমে বর্তমানে শহরের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে। আগামী দু’দিনে আরও পারদ পতনের সম্ভাবনা।
কলকাতায় শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা আরও কমার সম্ভাবনা। এদিকে, রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।
কেবলমাত্র কলকাতাই নয়, বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরেও। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় দেলায় মেঘলা আকাশ। প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
ফের কবে আবহাওয়ার ভোলবদল?
আগামী মঙ্গলবার পর্যন্ত এইরকম আবহাওয়া চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই বৃষ্টির সঙ্গেই চলবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী পাঁচদিন নতুন করে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। বেশ কিছুদিনের তাপপ্রবাহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। ফলে হাওয়া অফিসের এই পূর্বাভাস স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে।
মঙ্গলবার পর্যন্ত মনোরম পরিস্থিতি থাকবে মহানগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন থেকে পাঁচদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শহর কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে দিনভর। কলকাতায় নতুন করে আর তাপমাত্রা বৃদ্ধিরও সম্ভাবনা নেই। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ আগামী তিন দিন স্বস্তিতে থাকবে শহরবাসী।
এ রাজ্যের পাশাপাশি বৃষ্টি স্বস্তি ফিরিয়েছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ সহ বেশ কিছু রাজ্যে। আগামী পাঁচদিন উত্তর ভারতে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজধানীতে।