Salt Lake Fire : সল্টলেকে বিধ্বংসী আগুন, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলল ঝুপড়ি – massive fire at salt lake falguni bazar area


রবিবার সন্ধ্যায় সল্টলেকে বিধ্বংসী আগুন (Salt Lake Fire)। সন্ধ্যা ৭টা নাগাদ সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায় আগুন লেগে যায়। যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। ওই এলাকার বেশ কয়েকটি আবাসন এবং ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে ঝুপড়িগুলি। প্রাণ বাঁচাতে ছুটোছুটো শুরু করেন বাসিন্দারা। তার মধ্যেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে শুরু করে।


Kolkata Fire : ট্রান্সফর্মার ফেটে বিপত্তি, তপসিয়ায় রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন
পুড়ে ছাই ঝুপড়ি

জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে রাত ১০টার কিছু সময় পরও পকেট ফায়ার দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তিনি জানিয়েছেন, ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভানোর কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। আবাসন থেকে হোশ পাইপের মাধ্যমেও জল দেওয়ার কাজ চলে। দমকলের তরফে জানানো হয়েছে, দাহ্য পদার্থ থাকায় ঝুপড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সিলিন্ডার ফাটার কারণে ভয়াবহ আকার ধারণ করে আগুন। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসনের একাধিক বাড়ি। পুড়ে ছাই হয়েছে ফাল্গুনী বাজার লাগোয়া এই ঝুপড়িগুলি।

Kolkata Fire News : ইদের আগের রাতেই ভয়াবহ আগুন তপসিয়ায়, পুড়ে ছাই লাখ লাখ টাকার সম্পত্তি

কী ভাবে লাগল আগুন?

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঝুপড়িতে অন্তত পাঁচ থেকে সাতটি সিলিন্ডার পর পর বিস্ফোরণ হয়েছে। আর জেরেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। বিস্ফোরণের জেরে আবাসনের তিন তলা সমান আগুনের লেলিহান শিখা দেখা যায়। আবাসনের ছাদে গিয়ে পড়ে ঝুপড়ির অ্যাসবেস্টাসের টুকরো। আগুন নিয়ন্ত্রণে আনতে ঝুপড়ির ভিতর থেকে বাকি সিলিন্ডার বের করে এনে তা ঠান্ডা করা হয়। প্রায় ১৫টি সিলিন্ডার উদ্ধার করে দমকল বাহিনী। না হলে আরও বড় বিস্ফোরণের সম্ভাবনা ছিল ।

Lenin Birthday : মেঝেতে পড়ে লেনিনের ছবি, পুড়ে ছাই বই-পোস্টার! CPIM পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ
আশ্রয়হীনদের আশ্বাস

ওই ঝুপড়িতে ১০০টিরও বেশি ঘর ছিল । যদিও কোনও হতাহতের খবর মেলেনি। সমস্ত বাসিন্দাদেরই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তবে মাথার ছাদ হারিয়ে রাতারাতি সহায় সম্বলহীন বহু মানুষ। ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর পুরসভার মেয়র (Bidhannagar Corporation Mayor) কৃষ্ণা চক্রবর্তীও। তিনি জানিয়েছেন, আশ্রয়হীনদের আপাতত সল্টলেকের একটি কমিউনিটি হলে থাকার বন্দোবস্ত করা হয়েছে। তাঁদের খাবার এবং যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। সরকারি নিয়মে দ্রুত তাঁদের ছাদের বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দেন মেয়র ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *