West Bengal Weather Update : স্বস্তির বৃষ্টিতে তাপপ্রবাহ থেকে মুক্তি, আরামদায়ক আবহাওয়ার মেয়াদ কতদিন? – west bengal districts along with kolkata to witness rainfall till tuesday


অবশেষে স্বস্তি রাজ্যে। কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি (Rain In Kolkata)। শনিবার রাতের পর রবিবার ভোর থেকেই হালকা বৃষ্টি কলকাতা ও তার আশপাশেরল অঞ্চলে। দুপুরের পর থেকে ঝেঁপে বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মেঘলা আকাশ এবং সঙ্গে ঝোড়ো হাওয়া ভ্যাপসা গরম থেকে রেহাই দিয়েছে শহরবাসীকে। রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Kolkata Rain : রাতের শহরে ছিটেফোঁটা বৃষ্টি, ভ্যাপসা গরমে খানিক স্বস্তি দিল ঝোড়ো হাওয়া

কতদিন চলবে ঝড়-বৃষ্টি

শনিবার রাত এবং রবিবার সকালে একাধিক জেলাতে বৃষ্টি হয়েছেবলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এইরকম আবহাওয়া চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই বৃষ্টির সঙ্গেই চলবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

গত বেশ কিছুদিনের তাপপ্রবাহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। ফলে শনি রাত ও রবি সকালেই বৃষ্টি এবং দমকা হাওয়া কিছুটা স্বস্তি দিল তা বলাই বাহুল্য। এই বৃষ্টির ফলে শহরেএই মুহুর্তে তাপপ্রবাহের আর পরিস্থিতি নেই

West Bengal Rain : আর মাত্র কয়েক ঘণ্টা! কলকাতা সহ ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া (Kolkata Weather)?

আরামদায়ক পরিস্থিতি রয়েছে মহানগরে। আবহাওয়া দফতর জানিয়েছে,রবিবার সারাদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শহর কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে দিনভর। কলকাতায় নতুন করে আর তাপমাত্রা বৃদ্ধিরও সম্ভাবনা নেই। ফলে ৪০ ডিগ্রির জ্বালাপোড়া গরম থেকে আপাতত মুক্তি মিলল তিলোত্তমাবাসীর। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ আগামী তিন দিন স্বস্তিতে থাকবে শহরবাসী।

West Bengal Weather Forecast : কলকাতা ৪০, বাঁকুড়া ৪৩.৭! ইদেই নামবে স্বস্তির বৃষ্টি?
কলকাতায় শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা আরও কমার সম্ভাবনা। এদিকে, রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শনিবার রাত ১০টার পর দক্ষিণ কলকাতার একাধিক অংশে বৃষ্টি শুরু হয়। যদিও ঝেঁপে বৃষ্টি হয়নি। ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয় শহরবাসীকে। বৃষ্টি হয় উত্তর কলকাতা, শহরতলীতেও।ঝোড়ো হাওয়া বয়েছে কলকাতায়। ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে।

Rainfall Forecast : হাসফাঁস গরমে নাভিশ্বাস, চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস
শনিবার রাত এবং রবিবার সকালে কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। রবিবার থেকে গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ইতিমধ্যেই শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *