মৃত্যুঞ্জয় দাস: ‘যদি জয়পুরে আসে, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব’। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে এবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল ব্লক সভাপতি কৌশিক বটব্যাল। বললেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে তোমায় বুঝিয়ে দেব, এটা জয়পুর, তৃণমূল কংগ্রেসের ঘাঁটি’।
থানার আইসি তুই তোকারি! পরিবার তুলে হুমকি! ফের বিতর্কে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সপ্তাহ খানেক আগে সোনামুখীতে স্বনির্ভর গোষ্ঠীর বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তিনি। শুধু তাই নয়, রীতিমতো তুলোধনাও করেন সোনামুখী থানার আইসিকে!
সৌমিত্র খাঁ বলেন, ‘তুই শুনে রাখ আইসি। তোর বাড়িতেও ছেলেমেয়ে রয়েছে, যদি আমাদের এলাকার ক্ষতি হয় তাহলে তোরও হবে। আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে জানি। শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি কিছু করতে আসিস তাহলে তোরও পরিবার রয়েছে, আমরা দেখে নেব’।
চুপ করে থাকল না তৃণমূলও। এদিন বাঁকুড়ারই জয়পুরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মিছিল ও কর্মী সম্মেলন করে রাজ্য শাসকদল। জয়পুরে দলের ব্লক সভাপতি কৌশিক বটব্যালের হুঁশিয়ারি, ‘তিনি কখনও সরকারি আধিকারিক আইসি-কে হুমকি দিচ্ছেন। বিভিন্ন জায়গায় দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে কুরুচিকর কথার্বাতা বলছেন। সৌমিত্র খাঁ-কেও বুঝিয়ে দিতে চাই, তোমার মতো লোক যদি জয়পুরে আসে, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব’।
কী প্রতিক্রিয়া বিজেপি সাংসদের? জি ২৪ ঘণ্টাকে সৌমিত্র খাঁ বলেন, ও কোন নেতাই নয়। তাঁর সম্পর্কে কি আর বলব! অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়়া গিয়ে কিছু দুষ্কৃতী তৈরি করার চেষ্টা করছে। ওকে নেতা বলেই মনে করি না’।