Abhishek Banerjee Kuntal Ghosh : আজ সুপ্রিমে দুই বেঞ্চে শুনানি কুন্তল ও অভিষেকের আর্জির – case related to kuntal ghosh letter sent from jail in recruitment scam is scheduled to be heard in the supreme court today


এই সময়, নয়াদিল্লি:নিয়োগ দুর্নীতি তদন্তে ধৃত কুন্তল ঘোষের জেল থেকে পাঠানো চিঠি সংক্রান্ত মামলাটি আজ, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা। আবার, এই চিঠি লেখার কারণ খতিয়ে দেখতে কুন্তলের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

Abhishek Banerjee : এখনই অভিষেককে জিজ্ঞাসাবাদ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ফলে সিবিআইয়ের তরফে অভিষেককে হাজিরার জন্য নোটিস পাঠানো হলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে। অভিষেকের আবেদনের শুনানি যাতে বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে করা হয়, সে জন্য তাঁর তরফে আইনজীবী রঞ্জিতা রোহাতগি চিঠি দিয়ে আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে।

Abhishek Banerjee : ‘ভয়ঙ্কর অবস্থা! টার্গেট করে হেনস্থা করা হচ্ছে’, CBI তলব নিয়ে মুখ খুললেন অভিষেক
রবিবার দেশের সর্বোচ্চ আদালতের কজ়লিস্টে দেখা গিয়েছে, আজ, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলার শুনানি ধার্য রয়েছে বিচারপতি বসুর ডিভিশন বেঞ্চে। তালিকায় ২৮ নম্বর আইটেম রয়েছে মামলাটি। আবার আজই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিষেকের মামলার শুনানি হওয়ার কথা ২০ নম্বর আইটেম হিসেবে। অর্থাৎ, অভিষেকের তরফে মামলা বিচারপতি বসুর বেঞ্চে স্থানান্তরের যে আবেদন করা হয়েছিল, তা এখনও গ্রাহ্য হয়নি বলেই মত আইনজ্ঞদের।

Abhishek Banerjee : সুপ্রিম কোর্টের রক্ষাকবচ সত্ত্বেও অভিষেককে CBI নোটিস, মঙ্গলে হাজিরার নির্দেশ
গত ১ এপ্রিল প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কুন্তল দক্ষিণ ২৪ পরগনার জেলা জজ এবং হেস্টিংস থানায় চিঠি দিয়ে অভিযোগ জানান, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছেন ইডির আধিকারিকরা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিমত ছিল, যেহেতু তার ক’দিন আগেই কলকাতায় একটি সভা থেকে অভিষেক তাঁর নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছিলেন – তাই দু’জনকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা প্রয়োজন।

Abhishek Banerjee : হাজিরা নয়, অভিষেককে দেওয়া নোটিশ প্রত্যাহার CBI-এর
হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। অভিষেকের তরফে দেশের সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে আবেদন করা হয়, যেহেতু কুন্তল ও তাঁর দু’টি মামলার বিষয়বস্তু একই, তাই দু’টি মামলার শুনানি একই বেঞ্চে করা হোক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *