Amit Shah : রবীন্দ্রনাথ নিয়ে ভাষণ দেবেন শাহ – amit shah will visit jorasanko thakur bari occasion of rabindra jayanti


এই সময়:২৫ বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীর দিনটা বাংলাতেই কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ওই দিন, অর্থাৎ ৮ মে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে বিশ্বকবির উদ্দেশে শ্রদ্ধা জানাবেন। তা ছাড়া, সে দিনই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সায়েন্স সিটি-তে একটি অনুষ্ঠান হবে। সেখানে দর্শকাসনে বসেঅমিত শাহদেখবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর রবীন্দ্রনৃত্য- এবং এ সবের পাশাপাশি রবি ঠাকুরের উপর ভাষণও দেবেন শাহ!

Bharatiya Janata Party : ২৪-এ টিকিট পাব? সংশয়ে পদ্ম এমপি-রা
অমিত শাহের বক্তৃতার আগে রবীন্দ্রনাথের রাজনৈতিক ধ্যানধারণা ও জীবনদর্শন সম্পর্কে দু’চার কথা বলবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে, এটা থেকেই বোঝা যাচ্ছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে ফের একবার বাঙালি মনীষীদের নিয়ে টানাটানি শুরু করতে চলেছে বিজেপি। তবে গেরুয়া শিবিরের পাল্টা যুক্তি, রবি ঠাকুর সবার- প্রাদেশিকতার বেড়াজালে তাঁকে আটকে রাখাই সঙ্কীর্ণ রাজনীতি।

রবি ঠাকুরকে নিয়ে বিজেপির উৎসাহ অবশ্য নতুন কিছু নয়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বক্তৃতা শুরুই করতেন রবি ঠাকুরের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে। সেই সময়ে নিজেদের রবীন্দ্রপ্রীতির জানান দিতে গিয়ে একাধিক বার বিতর্কেও জড়িয়েছেন বিজেপি নেতারা।

Amit Shah : কর্নাটকে লিঙ্গায়েত ভোট নিয়ে চাপে বিজেপি! ভাগাভাগি রুখতে মধ্যরাতেই শাহী বৈঠক
যেমন, দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা একবার টুইট করে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গিয়ে উল্লেখ করেছিলেন যে, বিশ্বকবির জন্ম বীরভূমের শান্তিনিকেতনে! যা নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। পরে মুখ বাঁচাতে ওই টুইট সংশোধন করেন নাড্ডা। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে রবীন্দ্রনাথের কবিতার উচ্চারণগত ত্রুটিগুলি খুঁজে বার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন বিজেপি-বিরোধীরা।

Mamata Banerjee : রাজ্যে ফিরে ভোটটা দিন, বার্তা মমতার
তা নিয়েও শ্লেষের মুখে পড়তে হয় বিজেপি নেতাদের। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির একাংশের দাবি ছিল, ভোটের মুখে মোদী-শাহরা বাংলায় এসে যে ভাবে বারবার রবীন্দ্রনাথের কবিতা-গানের ভুল উচ্চারণ করেছিলেন, তা রাজ্যের মানুষ ভালো ভাবে নেয়নি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে ২৫ বৈশাখ ‘আমাদের রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন। বঙ্গ-বিজেপির কোর কমিটির সদস্য তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত এই সংগঠনের মূল কান্ডারি বলে জানা গিয়েছে।

West Bengal BJP : রাজ্যের সুরে টাকা চাইছে বঙ্গ-বিজেপি
বিজেপি সূত্রের খবর, ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়েই অমিত শাহ ২৫ বৈশাখ দিল্লি থেকে কলকাতায় উড়ে আসতে চলেছেন রবি ঠাকুরের উপর বক্তৃতা দেওয়ার জন্য। বক্তাদের তালিকায় শাহ ছাড়াও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্তর নাম রয়েছে। বক্তৃতার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুশ্রী শঙ্কর, সোমলতা আচার্যদের। তবে অমিত শাহ ওই দিন রবীন্দ্রনাথ সম্পর্কে কী বলেন, সে দিকেই অনেকের নজর ও কৌতূহল।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলছেন, ‘রবীন্দ্রনাথ সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেই পারেন। কিন্তু আমার একটাই পরামর্শ, বক্তৃতা দেওয়ার আগে শাহ যেন রবি ঠাকুরের জন্মস্থান, জন্মতারিখ-মৃত্যুতারিখ, পারিবারিক পরিচয় ভালো ভাবে জেনে আসেন। কারণ, অতীতে আমরা বিজেপির ভিন রাজ্যের নেতাদের মুখে বারবার রবীন্দ্রনাথ সম্পর্কে ভুল তথ্য শুনেছি।’

Suvendu Adhikari: ‘তিহাড় যাওয়ার লাইন পড়েছে…’, তৃণমূল নেত্রী সহ শাসক দলকে কটাক্ষ শুভেন্দুর
উল্টো দিকে, বিজেপি নেতা স্বপন দাশগুপ্তর বক্তব্য, ‘রবীন্দ্রনাথের মতো কোনও ব্যক্তিত্বকে রাজ্য, দেশের সীমারেখায় আটকে রাখা যায় না। বিজেপি যদি রবীন্দ্রনাথ সম্পর্কে উদাসীন থাকত, তা হলে তৃণমূলই বলত, এই দেখো, বিজেপি বাঙালি-বিরোধী। আবার রবীন্দ্রজয়ন্তী পালন করলেও বলছে, সবই ভোটের স্বার্থে। এ তো মহা বিপদ!’

‘খোলা হাওয়া’ সংগঠনটি নিয়েও রবিবার নতুন বিতর্ক তৈরি হয়েছে। গেরুয়া শিবির ‘খোলা হাওয়া’র যাবতীয় স্বীকৃতি স্বপন দাশগুপ্তকে দিলেও একদা বিজেপির সাংসদ, এখন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এ দিন দাবি করেছেন, বিজেপিতে থাকার সময়ে তিনিই এই সংগঠনের নামকরণ করেছিলেন এবং লোগো বানিয়েছিলেন। এই বিষয়ে একটি টুইট করে বাবুলের বক্তব্য, এই সংগঠন তৈরির সময়ে প্রচণ্ড বাধা দেন রাজ্য বিজেপির তদানীন্তন নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *