Ayan Sil : ১৬ ফ্ল্যাটের মালিক! অয়নের সম্পত্তি দেখে ইডি আধিকারিকদের চক্ষু চড়কগাছ – arrested promoter ayan sil has sixteen flat claims ed officials


নিয়োগ দুর্নীতিকাণ্ডে সল্টলেক থেকে গ্রেফতার করা হয় প্রোমোটার অয়ন শীলকে। আগেই অয়নের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। কিন্তু হুগলির এই প্রোমোটারের সম্পত্তি যে কোনওভাবে শেষ হতে চাইছে না। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে একজন মধ্যবিত্তের একটি ফ্ল্যাট কিনতে নাভিশ্বাস উঠে যায়। সেখানে অয়নের ১৬টি ফ্ল্যাট রয়েছে বলেই ইডি সূত্রে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, বিগত কয়েকদিন দিনে হুগলিতেই অয়নের আরও ৮টি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে নিজের পাশাপাশি আত্মীয়দের নামেও ফ্ল্যাট কিনেছেন অয়ন। তদন্তকারীর জানতে পেরেছেন, নামে-বেনামে অয়নের প্রায় ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। অয়নের সংস্থার কর্মী ও ঘনিষ্ঠদের নামে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে।

Ayan Sil : লাঠি হাতে অশক্ত শরীরে হাজিরা অয়নের মা-বাবার
ইডি সূত্রে খবর, সোমবার অয়নের গাড়ির চালক ও তাঁর সংস্থা এবিএস ইনফোজোনের এক কর্মীকে সিজিও কম্পলেক্সে তলব করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। এমনকী তাঁদের বয়ান রেকর্ড করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়নের গ্রেফতারি পর ইডি আধিকারিকরা জানতে পারেন যে, অয়নের ছেলে অভিষেকে শীলের সঙ্গে ইমন গঙ্গোপাধ্যায় নামে এক মহিলার যৌথ ব্যবসা রয়েছে। ইমন এক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের মেয়ে বলেই ইডি সূত্রে দাবি করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

Recruitment Scam : এবার অয়নকে হেফাজতে নিতে প্রস্তুতি সিবিআইয়ের
বাবা সরকারি আধিকারিক হওয়ার সৌজন্যে যৌথ ব্যবসায় কোনও প্রভাব খাটানো হয়েছে কিনা ইমনের কাছে তা জানতে চাইবে ইডি। এর পাশাপাশি অয়নের বিপুল পরিমাণ সম্পত্তি ও ব্যবসা সম্পর্কে তাঁর থেকে খোঁজখবর নেওয়া হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

Sweta Chakraborty : উপহারে দামি গাড়ি, নিয়োগ দুর্নীতিতে ED-র ডাকে হাজিরা অয়ন বান্ধবী শ্বেতার
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে তলব করে ইডি। তদন্তে নেমে ইডি জানতে পারে ‘ভাগ্নি’ পরিচয়ে দীর্ঘদিন অয়নও শ্বেতা একই ফ্ল্যাটে থেকেছেন। অয়নের সঙ্গে শ্বেতার লেনদেনর তথ্য আগেই পেয়েছিল ইডি। তাঁকে সেই বিষয়েও জিজ্ঞাসবাদ করা হয়। অয়নের বিপুল সম্পত্তির উৎস ও এই দুর্নীতিতে তিনি জড়িত কিনা সেই নিয়েও শ্বেতা প্রশ্ন করা হয়। অয়নের সঙ্গে শ্বেতার যোগ সামনে আসার পর মডেল অভিনেত্রী দাবি করেন যে তিনি কর্মসূত্রে অয়নকে চেনেন। আগামী দিনে এই মামলা কোন দিকে যায় সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *