Changu Lake : উত্তরে শিলাবৃষ্টি, ছাঙ্গুতে বরফ – storm and hailstorm in large areas of north bengal but snowing starts at changu lake


এই সময়, শিলিগুড়ি:গত ১৯ এপ্রিল থেকে কার্যতই রোজই বিকেলের দিকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জুড়ে ঝড় ও শিলাবৃষ্টি হচ্ছে। শিলাবৃষ্টির অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়নি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি কিংবা ডুয়ার্সও। অন্যদিকে, হিমায়লের উঁচু এলাকা ছাঙ্গু, নাথুলা, জুলুক, নাথাঙ ভ্যালি জুড়ে তুষারপাত হচ্ছে। গত ২০ এপ্রিল প্রায় ৭০ জন পর্যটককে নাথাঙ ভ্যালি থেকে উদ্ধার করতে হয় সেনাবাহিনীকে।

Sikkim Changu Lake: ছাঙ্গু-না থুলায় প্রবল তুষারপাত, ১৫ মাইল থেকে ফেরানো হচ্ছে পর্যটকদের
শনিবার ব্যাপক তুষারপাত হয় ছাঙ্গু, নাথুলা সহ লাগোয়া এলাকায়। একই সময়ে সান্দাকফুর পর্যটকেরা চাক্ষুষ করলেন অন্য ধরনের শিলাবৃষ্টি। যাকে পাহাড়ের বাসিন্দারা বলেন ‘ওলা’। আসলে শিলাবৃষ্টিই। কিন্তু বরফের টুকরোগুলো একেবারে সাবুদানা আকৃতির। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটক শাখার আধিকারিক গোপীনাথ রাহা বলেন, ‘ছত্তিশগঢ় থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার জন্য বঙ্গোপসাগর প্রচুর জলীয় বাষ্প এই এলাকায় ঢুকছে। তার সঙ্গে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় সমতলে শিলাবৃষ্টি আর হিমালয়ের উঁচু এলাকায় তুষারপাত হচ্ছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন চলবে।’

Rain In Kolkata : ইদের দিনেই স্বস্তির খবর, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
একে ছত্তিশগড় থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ছেয়ে রয়েছে। তার উপরে দিনের বেলার প্রচণ্ড উত্তাপ থেকে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এই দু’ইয়ের জেরে উত্তরবঙ্গ ও সিকিমে এখন মনোরম আবহাওয়া। দিনের বেলায় গরমে যদি বা ক্লান্তি আসে, সন্ধ্যায় পরে ঝড় এবং শিলাবৃষ্টি সেই ক্লান্তি যেন মুছে দিচ্ছে। এমনকী, এপ্রিলের শেষ পর্বেও হতাশ করছে না পর্যটকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *