Howrah News : কানামাছি খেলতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে পড়ে জখম বালক, চাঞ্চল্য হাওড়ায় – howrah 9 year boy felt from roof of the fifth floor and severely injured admitted to hospital


West Bengal News : কানামাছি খেলতে খেলতে পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম এক ৯ বছরের বালক। ঘটনা হাওড়া জেলার গোলাবাড়ি থানা এলাকায়। আহত বালকের নাম অনীশ কুমার ঝা। (৯) তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Purba Medinipur News : ভিক্ষুকের বেশে গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি! হাতেনাতে পাকড়াও ২ মহিলা
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে নটা নাগাদ পিলখানার ফকির বাগান লেনের এক পাঁচতলা বাড়ির ছাদে যায় কয়েকজন বাচ্চা ছেলেরা। সেখানে চোখে রুমাল বেঁধে কানামাছি খেলছিল ওই কচিকাঁচারা।

Durgapur News : ভরদুপুরে দোকান মালিককে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি অণ্ডালে, লুট ৭ লাখ
হঠাৎ অনীশ কুমার ঝা নামে ৯ বছরের একটি ছেলে ছাদের পাঁচিল টপকে নিচের রাস্তায় পড়ে যায়। সেই সময় রাস্তার ধারে বসে আড্ডা মারছিলেন স্থানীয় যুবকরা। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় অনীশকে তাঁরা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন। আশঙ্কাজনক অবস্থায় সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

Purba Medinipur News : ছেলেধরা সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে গণধোলাই, শোরগোল মেছেদায়
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনার পর ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অনীশের চোখে রুমাল বাঁধা ছিল। ছাদের পাঁচিল বেশি উঁচু না হওয়ার কারণে সে পাঁচিল টপকে নিচে পড়লে দুর্ঘটনা ঘটে।

Nadia News : আচমকাই ছাদ থেকে ঝাঁপ রোগীর, চাঞ্চল্য তেহট্ট মহকুমা হাসপাতালে
স্থানীয় এক যুবক জানান, “আমরা বাইরে বসেছিলাম। হঠাৎ হইচইয়ের আওয়াজ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি পাঁচতলার ছাদ থেকে একটি বাচ্চা খেলতে গিয়ে উপর থেকে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি।”

Howrah News : সাত সকালে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য হাওড়া ট্রাফিক ব্যারাকে
ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। পরিবারের অভিভাবকদের সচেতনতা নিয়েও প্রশ্ন উঠেছে। এতগুলো পরিবারের কেউ ওই বাচ্চাদের একা একা ছাদে কেন যেতে দিল, কেউ খেয়াল রাখল না কেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাঁচতলা বাড়ির সুরক্ষা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।

স্থানীয় বাসিন্দারা জানান, গরমকাল বলেই বাচ্চারা নিজেদের মতো ছাদে গিয়ে খেলা করছিল। বাড়ির অভিভাবকরা হয়তো সেভাবে খেয়াল করেনি। চোখে কাপড় বেঁধে কানামাছি খেলতে গিয়েই বিপত্তি হয়। তার উপর ছাদের ধারে পাঁচিলের উচ্চতা কম থাকায় বাচ্চাটি ছাদের ধার থেকে পাঁচিল টপকে নিচে পড়ে যায় বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোটা ঘটনার খতিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *