KMC Hawkers : হকারদের জন্য ধার্য ৫০০ টাকা! কলকাতা পুরসভার কাছে গেল প্রস্তাব – kolkata municipal corporation got proposal to collect five hundred rupees from recognised hawkers


Kolkata Street Hawkers: শহরের ফুটপাথে বসে যে সব হকাররা ব্যবসা করেন তাঁদের ৫০০ টাকা ফি দিতে হতে পারে। কলকাতা পুরসভা সূত্রে এমনটাই জানা গিয়েছে। এক ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, টাউন ভেন্ডিং কমিটি ইতিমধ্যেই এই মর্মে একটি প্রস্তাব কলকাতা পুরসভাকে পাঠিয়েছে। কমিটির প্রস্তাব অনুযায়ী, ব্যবসায়ীদের পুরসভার তরফে হকার হিসেবে স্বীকৃতির শংসাপত্র পাওয়ার পরই এই ফি দিতে হবে। বর্জ্য পরিষ্কার সহ অন্যান্য পরিষেবার জন্য স্বীকৃত হকারদের থেকে বার্ষিক ২০০০ টাকা ফি নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে টাউন ভেন্ডিং কমিটি। দুটি ক্ষেত্রে কলকাতা পুরসভাকে এই ফি দিতে হবে।

Kolkata Municipal Corporation: জল থেকে মশা, নাগরিক পরিষেবায় কী অবস্থা কলকাতা পুরসভার? নম্বর দেবে নগরবাসী
২০১৪ সালে পাশ হওয়া কেন্দ্রীয় আইন অনুযায় বিভিন্ন শহরের টাউন ভেন্ডিং কমিটিগুলিকে হকারদের উপর নজরদারি ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। বর্তমানে শহরের হকারদের পুরসভা বা সরকারকে কোনও ফি দিতে হয় না। তবে হকারদের অভিযোগ, রাজনৈতিক নেতা ও পুলিশের একাংশ তাঁদের থেকে বেআইনিভাবে টাকা আদায় করে।

Kolkata Municipal Corporation : ইউনিট এরিয়া নিয়ে বিস্তর নালিশে নাজেহাল পুরসভা
কলকাতা পুরসভা যদি টাউন ভেন্ডিং কমিটির (Town Vending Committee) প্রস্তাব গ্রহণ করে, তবে প্রথমবারের জন্য হকারদের পুরসভা ও সরকারকে ফি দেওয়ার বিষয়টি সরকারিভাবে স্বীকৃতি পাবে। ফি-এর বিনিময়ে হকারদের রশিদ দেওয়া হবে। জানা গিয়েছে, স্বীকৃত হকারদের শংসাপত্রের পাশাপাশি পরিচয়পত্রও দেওয়া হবে। পুরসভা তরফে হকারদের দেওয়া সার্টিফিকেটের নির্দিষ্ট মেয়াদ থাকবে। মেয়াদ উত্তীর্ণ হলে তা ফের পুনর্নবীকরণ করতে হবে।

হকার সংগঠনের এক নেতা তথা টাউন ভেন্ডিং কমিটির সদস্য ওই ইংরেজি দৈনিককে জানিয়েছেন, শংসাপত্র প্রত্যেকবার পুননর্বীকরণের জন্য পুরসভাকে ৫০০ টাকা করে দিতে হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, হকারদের শংসাপত্র প্রদান করা হলে একদিকে তা যেমন তাঁদের স্বীকৃতি দেবে, ঠিক তেমনভাবেই নিয়ম মানতে তাঁরা বাধ্য থাকবে।কোনও নিয়মের লঙ্ঘন হলে পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এমনকী তাঁদের স্বীকৃতি বাতিলও করে দেওয়া হতে পারে

English Bazar Municipality : মিউটেশন ছাড়াই থাকছেন ফ্ল্যাটে! পুরসভার সিদ্ধান্তে হতে পারে মোটা টাকা জরিমানা
কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পারিষদ দেবাশিস কুমার এই প্রসঙ্গে এই সময় ডিজিটালকে বলেন, “হকাররা স্বীকৃতি পেলে তাঁদের অনেক সুবিধা হবে। ঋণ নিয়ে তাঁরা ব্যবসা আরও বাড়াতে পারবেন। এর পাশাপাশি এখনও তাঁদের হারানোর কিছু নেই, সেই কারণে অনেকেই নিয়ম লঙ্ঘন করেন। শংসাপত্র পেয়ে গেলে নিয়ম ভাঙলে পুরসভা পদক্ষেপ করতে পারবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *