North 24 Parganas : ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে কর্মরত ব্যক্তির বাড়িতে বোমাবাজি! আতঙ্ক পানিহাটিতে – bombing at the house of an employee of bhava nuclear research center in north 24 pargana


West Bengal News : পানিহাটি পুরসভায় এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির অভিযোগ। সেই ব্যক্তি ভাবা পারমাণবিক গবেষণাকেন্দ্রে কর্মরত বলে জানা গিয়েছে। বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে হাজির হয় খড়দা থানার পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে।

South 24 Parganas : আমতলা অটোস্ট্যান্ডের কাছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার , আতঙ্ক এলাকায়
স্থানীয় সূত্রে খবর, পানিহাটি পুরসভায় ৬ নম্বর ওয়ার্ডে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের এক বিদ্যুৎ কর্মীর বাড়ির লক্ষ্য করে বোমাবাজি হয়। ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ড এর অন্তর্গত শ্যামা দাস বন্দ্যোপাধ্যায় স্ট্রিট এলাকায় মনোজ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা।

Murshidabad Shootout : মাছ ধরাকে ঘিরে বিবাদের জেরে চলল গুলি! মুর্শিদাবাদে মৃত ১, আতঙ্ক এলাকায়
বোমাবাজির ফলে বাড়িতে বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। দুষ্কৃতীদের এই বোমাবাজির ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ।

TMC Leader : দলীয় কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য পানিহাটিতে
মনোজ প্রসাদ নামে স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ একটি বিশাল বিস্ফোরণের শব্দ হয়। প্রথমে তিনি বুঝতে পারেননি, যে তাঁর বাড়িতেই বোমাবাজি হয়েছে। উপরের তলায় তাঁর মেয়ে তখন পড়াশোনা করছিলেন। তিনিও বিকট শব্দে চমকে যান। পাশের বাড়ি থেকে একজন মনোজ প্রসাদের বাড়িতে খবর দেয়, তাঁদের বাড়িতেই বোমাবাজি হয়েছে।

Purba Medinipur News : ভিক্ষুকের বেশে গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি! হাতেনাতে পাকড়াও ২ মহিলা
বোমাবাজির কারণে মনোজ প্রসাদ নামে ওই ব্যক্তির বাড়ির নিচের তলায় একাধিক কাঁচের জিনিস ভেঙে তছনছ হয়ে যায়। পাশের একটি ক্লাবের কাঁচের একটি অংশ ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে।

Durgapur News : ভরদুপুরে দোকান মালিককে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি অণ্ডালে, লুট ৭ লাখ
স্থানীয় এক বাসিন্দা শান্তি রঞ্জন দাস বলেন, “আমরা কিছুই বুঝতে পারছি না, যে কারা এরকম করলো। একটাই বোমা মারা হয়েছে। রাতের বেলা আমরা তখন সকলেই ঘুমোচ্ছিলাম। ঘটনায় সবাই বাইরে বেরিয়ে আসে। পাড়ায় বোমাবাজির ঘটনা কখনই হয়নি।” স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ” এই ভদ্রলোকের কোনও শত্রু নেই। এর মতো ভালো, নিরীহ লোক হয় না। তাও কেন এনার বাড়িতে এরকম বোমাবাজি করা হল, সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। উনি ছাড়াও আমরা পাড়ার সকলে যথেষ্ট আতঙ্কে রয়েছি।”

হঠাৎ কেন বোমাবাজি করা হল, তা নিয়ে ধন্দে স্থানীয় বাসিন্দারা। খড়দা থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। কেন ওই বাড়িতে বোমা মারা হল ? কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *