TMC Leader : ‘বুথ এজেন্টকে দেখিয়ে ভোট দেবেন…’, শালবনিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার মন্তব্য ঘিরে বিতর্ক – salboni tmc panchayat member did a controversial comment


Paschim Medinipur News : ভোট প্রদান করতে হবে বুথে থাকা তৃণমূল এজেন্টকে দেখিয়ে। সেরকমই নাকি নির্দেশ দিয়েছে দল। বক্তব্য তৃণমূল পঞ্চায়েত সদস্যার। বিতর্ক পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি এলাকায়। পঞ্চায়েত সদস্যার বক্তব্যের অবশ্য তীব্র বিরোধিতা করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। মন্তব্যের কড়া সমালোচনা স্থানীয় বিজেপি নেতৃত্বের।

TMC Conflict : টাকার বিনিময়ে কমিটিতে ঠাঁই, তৃণমূল জেলা সভাপতি-চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ মালদায়
গ্রাম বাংলার মানুষের মতামত কী? কে হবেন তৃণমূলের কংগ্রেসের পঞ্চায়েত স্তরের প্রার্থী? জনমত জানতে ‘গ্রাম বাংলার মতামত’ নতুন কর্মসূচির ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা এই নতুন কর্মসূচির। পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছতা ও অবাধ নির্বাচনী প্রক্রিয়া বজায় রাখতেও নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের।

Abhishek Banerjee : অভিষেকের ‘নবজোয়ার’-এর আগেই বড় ধাক্কা! মেখলিগঞ্জে তৃণমূল ছেড়ে BJP-তে হাজার কর্মী
এত কিছুর পরেও, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা বলছেন, ভোট দিতে হবে তৃণমূলের বুথ এজেন্টকে দেখিয়ে। ভোট প্রদান যেখানে মানুষের ব্যক্তিগত অধিকার, সেখানে এরকম বিতর্কিত মন্তব্যকে ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। জনসংযোগ কর্মসূচিতে গিয়ে বিতর্কিত মন্তব্য শালবনি ব্লকের সাতপাটি অঞ্চলের তিলাবনী এলাকার পঞ্চায়েত সদস্যা ফুলটুসি দাসের।

Avishek Banerjee : গ্রামের ‘ক্যাম্পে’ থাকবেন অভিষেক
একটি জনসংযোগ কর্মসূচিতে তাঁকে বলতে শোনা যায়, “আমাদের নেত্রী তো কাউকে দেখে এত সুযোগ সুবিধা দেননি। সবাইকে দিয়েছেন। তাই আপনারা তৃণমূল কংগ্রেসের এজেন্টকে দেখিয়ে ভোটটা দেবেন, যে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে আছেন।” এমনকি এটা নাকি দলের নির্দেশ বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। তাঁর এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

Abhishek Banerjee : দুয়ারে অভিষেক! জেলায় জেলায় মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘সংযোগ যাত্রা’ তৃণমূল সাংসদের
পঞ্চায়েত সদস্যের এমন মন্তব্যে অবশ্য কড়া প্রতিক্রিয়া দিয়েছে জেলা তৃণমূল সভাপতি। দল যে এই মন্তব্যকে অনুমোদন করে না এমনটাই দাবি করেছেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। জেলার তৃণমূল সভাপতির দাবি, দলের অবস্থান না বুঝেই মন্তব্য করেছেন পঞ্চায়েত সদস্যা।

Abhishek Banerjee : কোচবিহার থেকে অভিষেকের ‘সংযোগ যাত্রা’-র সূচনা, সভা ঘিরে প্রস্তুতি জোরকদমে
এমনকি পঞ্চায়েত সদস্যের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ দলের জেলা সভাপতি। যদিও নিজের অবস্থানে অনড় তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যা। এমন মন্তব্যে কোন ভুলই দেখছেন না তৃণমূলের দাপুটে নেত্রী ফুলটুসি দাস। এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই নিশানা করেছে বিজেপি। এটাই তৃণমূলের ‘সংস্কৃতি’ বলে দাবি বিজেপি নেতৃত্বের।

Abhishek Banerjee : তৈরি তাঁবু, হেলিকপ্টারের মহড়া শেষ! অভিষেকের সফর ঘিরে কোচবিহারে সাজো সাজো রব
একদিকে, সাধারণ ভোটারদের গুরুত্ব দিতে দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নব জোয়ার কর্মসূচিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণে ছুটে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন। ঠিক সেই সময় শালবনি ব্লকের সাতপাটি অঞ্চলের তিলাবনী বুথের পঞ্চায়েত সদস্যার বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *