কলকাতার আবহাওয়া (Kolkata Weather)
গত কয়েকদিনের তাপপ্রবাহ থেকে শনিবার রাতেই মুক্তি মিলেছে। সকালের ঝিরিঝিরি বৃষ্টিতে মন ভরেনি শহরবাসীর। সোমবার থেকে তাই তেড়ে বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছে তিলোত্তমা। শনিবার রাতে এবং রবিবার ভোরের বৃষ্টির জের কলকাতায়তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে। আলিপুরের পূর্বাভাস বলছে, সোমবার ভিজতে পারে মহানগর।
এদিকে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪১ থেকে ৮২ শতাংশের মধ্যে।
কেবলমাত্র কলকাতা নয়, বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে। জেলায় জেলায় তাপপ্রবাহ কমেছে। তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই কমেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। একইসঙ্গে মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
ভিন রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি?
অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে, আগামী তিনদিন পূর্ব এবং পশ্চিম ভারতে দিনের তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও নতুন করে আর তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। আপেক্ষিক আর্দ্রতার কারণে কেরালা, তামিলনাড়ুতে অস্বস্তি বজায় রয়েছে। আগামী চার দিন পূর্ব ভারতের বেশির ভাগ রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হবে ওডিশায়। বিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে। আগামী চারদিন বৃষ্টি হতে পারে কেরালা, কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুতে। আগামী পাঁচদিন বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র এবং গুজরাটেও। রাজস্থান এবং দিল্লিতেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি। সঙ্গে বইবে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।