West Bengal Trending News : প্রতিবেশী গোলাপি বউদিকে প্রতারণা করে অন্যত্র বিয়ে! প্রেমিকের শ্বশুরবাড়ির সামনে ধরনায় বধূ – one house wife seat in dharna in front of lover in laws home to get him back


West Bengal News বিয়ে করে শ্বশুরবাড়িতে পা রাখার পরেই প্রতিবেশী ১৩ বছরের কিশোরের প্রেমে পড়েছিলেন বধূ। কিশোর প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁরা। তিন সন্তানের মা ও বধূ পালিয়ে তিন বছর সহবাসও করেন তাঁর সঙ্গে। কিন্তু, এরপরেই সেই যুবক অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত নেন। বর্তমানে প্রেমিকের শ্বশুরবাড়িতে ধরনায় বসেছেেন ওই বধূ।

Tasnia Farin : মিথিলার প্রাক্তন স্বামীর সঙ্গে প্রেম তানসিয়ার? মুখ খুললেন তারকা
ঘটনাটি ঘটেছে নদিয়ার কাঠালিয়ায়। জানা গিয়েছে, গোলাপি হালদার বিয়ে করে কাঠালিয়া এলাকায় আসার পর প্রতিবেশী ১৩ বছরের চিন্ময়ের প্রেমে পড়েন। এদিকে সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান চিন্ময়ও। গোলাপির দাম্পত্য জীবনের দশক পেরিয়েছে। ওই বধূ বর্তমানে তিন সন্তানের মা। এদিকে প্রাপ্তবয়স্ক চিন্ময়ের জন্য পাত্রী দেখা শুরু হয়।

কিন্তু, বেঁকে বসেন চিন্ময়। তিনি জানান, পাশের বাড়ির গোলাপি বউদির প্রেমে পড়েছেন তিনি। এদিকে পরিবারের প্রবল আপত্তি থাকায় চিন্ময় এবং গোলাপি এলাকা ছাড়েন। সঙ্গে নেন নিজের তিন সন্তানকেও। মাস তিনেক পর এলাকায় ফিরলেও আর শ্বশুর বাড়ি ফিরে যাননি ওই বধূ। সেই থেকে তিন সন্তান নিয়ে প্রেমিক চিন্ময়ের সঙ্গেই থাকেন গোলাপি।

World Latest News : ‘সিঙ্গল থাকলেই হর্ন টিপুন’, ২৩ বছরের বিয়ে ভাঙতেই আজবকাণ্ড প্রবীণের
এদিকে প্রায় তিন বছর গোলাপির সঙ্গে আলাদা সংসার করার পর তাঁকে লুকিয়ে নতুন করে বিয়ে করেন চিন্ময়। এদিকে মাথায় আকাশ ভেঙে পড়ে গোলাপির। তিনি জানতে পারেন, শ্বশুরবাড়িতেই রয়েছেনচিন্ময়।এরপর প্রেমিকের শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেনগোলাপি

গোলাপিকে বাধা দিতে গেলে দু’পক্ষের হাতাহাতিতে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোলাপির দাবি, তাঁকে চিন্ময় বিয়ে করেছিল। এরপর তিন বছর তাঁরা একসঙ্গে ঘর করেছেন। এরপর তাঁকে লুকিয়ে অন্যত্র বিয়ে করেন চিন্ময়। গোলাপির হাহাকার, “আমি ওকে ছাড়া বাঁচব না। ওর জন্য সব কিছু ছেড়েছি। এতগুলো বছর আমাদের সম্পর্ক। কী ভাবে ও তা ছিন্ন করার কথা ভাবে।”

Nadia News: অণ্ডকোষে ফোটানো একাধিক সেফটিপিন! বিছানায় স্বামীকে দেখে শিউরে উঠলেন নদিয়ার বধূ
অন্যদিকে, গোলাপিকে গ্রহণ করতে রাজি ননচিন্ময়। তিনি বলেন, “গোলাপি নাটক করছে। আবেগের বশে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। কিন্তু, ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল অনেক আগেই। এখন নাটক করছে। আমি আর ওর সঙ্গে কোনও সম্পর্কই রাখতে চাই না।” এদিকে এই ঘটনায় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *