ধর্ষণ করে খুন!কালিয়াচকে নাবালিকার মৃত্যুর কিনারা, পুলিসের জালে অভিযুক্ত Accused arrested for rape and murder of a minor Girl in Malda Kaliachak


রণজয় সিংহ: ধর্ষণ করে খুন! মালদহের কালিয়াচকে নাবালিকার মৃত্যু রহস্যের কিনারা করে ফেলল পুলিশ। গ্রেফতার করা হল অভিযুক্তকেও। সময় লাগল ৯ ঘণ্টা।

জানা দিয়েছে, মৃতের নাম  সোনামনি মণ্ডল। বাড়ি, পুরাতন মালদহের নবাবগঞ্জের দত্তপাড়ায়। দশম শ্রেণির ছাত্রী ছিল সে। পরিবারের লোকেরা জানিয়েছে, একটি ছেলে সঙ্গে ফোনে কথা বলত সোনামণি। বস্তুত, রবিবার রাতে সেই ছেলেটিরই ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে দিয়েছিল ওই নাবালিকা। সকালে প্রথমে বাড়ির মোবাইলে মেয়ে মৃতদেহের আসে, তারপর চাষের জমিতে দেহটি পাওয়া যায়।

আরও পড়ুন: Malda Shootout: ফের জাতীয় সড়কে শ্যুটআউট! মালদহে খুন গৃহবধূ….

কীভাবে মৃত্যু? ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করে মালদহ জেলা পুলিস। রাতেই ধরা পড়ে অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডল। কালিয়াচক থানারই রামনগরের বাসিন্দা সে। পুলিস সুপার জানিয়েছেন, ৯ দিন আগে মিস কলের মাধ্যমে বিশ্বজিতের সঙ্গে আলাপ হয় বিশ্বজিতের। এরপর রবিরার রাতে যখন প্রথমবার দেখা হয়, তখনই ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। শেষে বিয়ের জন্য় চাপ দিলেই মৃতের ওড়নার ফাঁসেই খুন! কারণ, বিশ্বজিৎ বিবাহিত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *