Abhishek Banerjee : আজ শুরু তৃণমূলের ৬০ দিনের জনসংযোগ যাত্রা – abhishek banerjee going to start jano sangjog yatra from today


এই সময়:মানুষের পছন্দ মেনে প্রার্থী বাছাই করলে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতে হিংসা ও অশান্তির আঁচ থেকে পঞ্চায়েত নির্বাচনকে মুক্ত করা যাবে বলেও তাঁর মত। এই কারণেই ‘তৃণমূলে নবজোয়ার কর্মসূচি’তে মানুষের অভিমতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হচ্ছে বলে সোমবার কোচবিহারে পা দিয়ে জানান অভিষেক।

Abhishek Banerjee : ‘মানুষের প্রার্থী দিয়ে তৃণমূল পঞ্চায়েত গড়বে…’, কোচবিহারে নেমেই বার্তা অভিষেকের
এই জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া বামনহাট গ্রামে এদিন রাত্রিবাস করে আজ, মঙ্গলবার থেকে অভিষেকের টানা ৬০ দিনের জনসংযোগ যাত্রা শুরু হচ্ছে। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে অভিষেক বলেন, ‘এই কর্মসূচিতে আমরা মানুষের কাছে গিয়ে জানতে চাইছি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে আপনারা কাদের প্রার্থী চাইছেন।

Panchayat Election : ২২ নেতার দায়িত্বে প্রার্থী বাছতে ভোট, নয়া কমিটির সঙ্গে আজ বৈঠকে অভিষেক
দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও রক্তপাতহীন নির্বাচন অনেকেই চাইছেন। আমিও সেটাই চাই। কিন্তু এটা করার প্রথম পদক্ষেপ হচ্ছে, সঠিক প্রার্থী নির্বাচন করা। যদি সঠিক প্রার্থী নির্বাচন না হয়, এই কাজে আমরা কখনও সফল হব না।’ এ দিন এই কর্মসূচি নিয়ে অভিষেককে শুভেচ্ছা জানিয়ে টুইটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রথমবার এই ধরনের পলিটিক্যাল ক্যাম্পেন হচ্ছে তৃণমূলে। আমি অভিষেককে শুভেচ্ছা জানাচ্ছি। দলের সমস্ত কর্মীকে জনসংযোগ যাত্রায় সামিল হওয়ার জন্য বলব।’

Avishek Banerjee : গ্রামের ‘ক্যাম্পে’ থাকবেন অভিষেক
অভিষেক অনেক দিন ধরেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের পক্ষে সওয়াল করছেন। তবে এই প্রথম অভিষেক প্রার্থী বাছাইয়ের সঙ্গে পঞ্চায়েত স্তরে দুর্নীতি, হিংসার সম্পর্ক টানলেন। তিনি এ দিন বলেন, ‘যদি মানুষ আশীর্বাদ না-করে, তাহলে ১০ হাজারঅভিষেক বন্দ্যোপাধ্যায়চেষ্টা করলেও এই কাজ (সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতি মুক্ত পঞ্চায়েত) হবে না।

Abhishek Banerjee : রক্তপাতহীন নির্বাচনের কথা বলে কোচবিহার রওনা অভিষেকের, দিলেন একগুচ্ছ বার্তা
তাই মানুষের কথা শুনতে, মানুষের মতামত শুনতে যাচ্ছি। মানুষ কাদের পঞ্চায়েতে দেখতে চান, সেই নাম যাতে সঠিক ভাবে দলের কাছে পৌঁছতে পারে তার জন্যই এই কর্মসূচি।’ প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ব্যালটে ভোট পরিচালনা করতে সুব্রত বক্সীকে চেয়ারম্যান করে ২২ জন নেতাকে নিয়ে ইলেকশন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া একাধিক সাংগঠনিক জেলাকে নিয়ে জ়োন তৈরি করা হয়েছে।

Abhishek Banerjee : দুয়ারে অভিষেক! জেলায় জেলায় মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘সংযোগ যাত্রা’ তৃণমূল সাংসদের
প্রত্যেক জ়োনে গোপন ব্যালটে ভোট পরিচালনার দায়িত্ব অন্য নেতাদের দেওয়া হয়েছে। এ দিন কমিটির সদস্যদের নিয়ে সুব্রত বক্সী ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন, ইলেকশন কমিটির সদস্যরা গোপন ব্যালটে ভোট পরিচালনার কাজ করবেন। কিন্তু কাউকে টিকিট দেওয়ার দায়িত্ব কমিটির কোনও সদস্যকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ ইলেকশন কমিটির সদস্যরা পঞ্চায়েত নির্বাচনে কোনও নেতা-কর্মীর নাম প্রার্থী হিসেবে সুপারিশ করতে পারবেন না।

এই বৈঠকে কমিটির ২২ জন সদস্যের মধ্যে কারা কোন জেলার প্রার্থী বাছাইয়ে জন্য গোপন ব্যালটে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুর জেলার ভোট পরিচালনা করবেন। অরূপ বিশ্বাস উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে হুগলি জেলার দায়িত্বে থাকবেন। হুগলিতে অরূপের সঙ্গে থাকবেন শান্তনু সেন ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee : তৈরি তাঁবু, হেলিকপ্টারের মহড়া শেষ! অভিষেকের সফর ঘিরে কোচবিহারে সাজো সাজো রব
উত্তরবঙ্গেও অরূপের সঙ্গে ঋতব্রত একাধিক জেলার ভোট পরিচালনা করবেন। সুব্রত বক্সী নিজে দক্ষিণ ২৪ পরগনা দেখবেন। উত্তর ২৪ পরগনায় শোভনদেব চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক ভোট পরিচালনা করবেন। বীরভূমে মলয় ঘটক, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে মানস ভুঁইঞা, নদিয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিষেকের কর্মসূচি নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা কোনও রাজনৈতিক আন্দোলন কর্মসূচি নয়। এটা জনবিচ্ছিন্ন একটা কর্মসূচি।

Panchayat Election : পঞ্চায়েতে প্রার্থী বাছাইতে তৃণমূলের ‘নব জোয়ার’, ২ মাস পথে অভিষেক
মানুষের মধ্যে এর কোনও প্রভাব নেই। আমরা একে উপেক্ষা করেছি।’ পাল্টা অভিষেক বলেন, ‘এর জবাব মানুষ দেবে। এই কর্মসূচি সফল হবে কি না, মানুষ প্রমাণ করে দেবে। ৬০ হাজারের উপর বুথ রয়েছে। আগে ওঁরা প্রার্থী ঠিক করুন। বিজেপির ৬০ হাজার লোক আছে?’ এ দিন আদালতে যাওয়ার পথে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেন, ‘আমি সর্বান্তকরণে অভিষেকের এই উদ্যোগের সাফল্য কামনা করি। অভিষেক গ্রামে যাচ্ছে, এটা তো খুব ভালো কথা। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে মানুষ আছেন। সেটা আরও একবার প্রমাণিত হবে।’ তাঁর সংযোজন, ‘অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা। আমরা গাইডিং ফোর্সের নেতা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *