Abhishek Banerjee : ‘জানতাম এমন হবে!’ প্রার্থী বাছতে গোঁসামারিতে পুনর্নিবাচন ঘোষণা অভিষেকের – again vote will be taken in sitai to decide candidate says trinamool leader abhishek banerjee


মঙ্গলবার কোচবিহার থেকে ‘তৃণমূলে নব জোয়ার’ নামে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দীর্ঘ দু’মাস ব্যাপী কর্মসূচির শুরু প্রথম দিনেই ছন্দপতন। এদিন দিনহাটার সাহেবগঞ্জ ও সিতাইয়ের গোঁসাইমারিতে সভা করেন অভিষেক।

অভিষেকের সভা শেষেই ওই দুই সভাস্থলে পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোট হওয়ার কথা ছিল। অভিষেক সভাস্থল থেকে চলে যেতে গোপন ব্যালটে ভোট ঘিরে দুই জায়গাতে উত্তেজনা ছড়ায়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দল তৃণমূল কর্মী সমর্থক। এমনকী ব্যালট বাক্স ছিনতাই করে নেওয়ারও অভিযোগ ওঠে।

Abhishek Banerjee : অভিষেক যেতেই TMC vs TMC! গোপন ব্যালট ছিনতাইয়ের অভিযোগে উত্তপ্ত সাহবেগঞ্জ-গোঁসানিমারি
শীতলকুচির জনসভা থেকে এই প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মসূচির প্রথম দিন প্রার্থীর নাম ঠিক করতে গোপন ব্যালটে ভোট ঘিরে সাহেবগঞ্জ ও গোঁসাইমারির বিশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন অভিষেক। তিনি জানিয়েছেন, ওই দুই জায়গায় ফের পুননির্বাচন হবে।

অভিষেক বলেন, “একটু আগে দুটি মিটিং ছিল। সিতাইয়ের গোঁসাইমারিতে আমার সভামঞ্চের সামনে ব্যালট বাক্স রাখা ছিল। আমি শুনলাম কিছু অতি উৎসাহী মানুষ ভোট দিতে গিয়ে ব্যালট বাক্স ভেঙে ফেলেছে। কোথায় সন্ত্রাস হতে পারে জানি। সেই কারণে তৃণমূলে নব জোয়ার শুরু করেছি। আমি সিতাইয়ের বিধায়ক ও জেলা সভাপতিকে বলব আগামিকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি সেখানে ভোট নেওয়া হবে। সেই রিপোর্ট আমি নিজে দেখব।”

Panchayat Election : পঞ্চায়েতে প্রার্থী বাছাইতে তৃণমূলের ‘নব জোয়ার’, ২ মাস পথে অভিষেক
দলের একাংশের উদ্দেশে কড়া বার্তা দিয়ে অভিষেক বলেন, “যদি কেউ ভাবে গায়ের জোরে ব্যালট বাক্স ভেঙে প্রার্থীর নাম ঢুকিয়ে দলকে বোকা বানাব, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এই কারণে এই কর্মসূচি শুরু করেছি। ওই অঞ্চলে কারা দায়িত্বে রয়েছেন এবং এই ঘটনা ঘটিয়েছেন আমার জানা আছে। আমি প্রশাসনককে সহযোগিতা করতে অনুরোধ করব। সংবাদমাধ্যমকেও বলব সেখানে উপস্থিত থাকতে। কারও গাঁ জোয়ারি দাদাগিরি চলবে না। মানুষ তাঁদের প্রার্থী নিজেরাই ঠিক করবে।”

Trinmoole Nabo Jowar : অভিষেককে ‘অভিনন্দন’ বার্তা মমতার! ‘ধন্যবাদ দিদি’, দলনেত্রীকে কৃতজ্ঞতা তৃণমূল নেতার
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচিতে বিএসএফের গুলিতে কয়েকজনের মৃত্যু হয়েছিল। এমনকী গীতলদহে এক যুবককে অকারণে গুলি করে মারার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সরব। এদিন ফের একবার সেই প্রসঙ্গে মুখ খুলে কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “কাশ্মীরে জঙ্গি মারতে যে প্যালেট গান ব্যবহার করা, কোচবিহারের মানুষকে সেই বন্দুক দিয়ে মারা হচ্ছে। ২০১৯ সালে যাঁকে আপনার ভোট দিয়ে জিতিয়েছেন, তিনি কোচবিহারের লজ্জা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *